সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ ফেডর, কী বলছেন?

আইএসএলের প্লে-অফে গিয়ে ও শেষরক্ষা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। হেভিওয়েট ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। যা নিঃসন্দেহে…

Lithuanian footballer Fedor Cernych

আইএসএলের প্লে-অফে গিয়ে ও শেষরক্ষা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। হেভিওয়েট ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। যা নিঃসন্দেহে বিরাট‌ ধাক্কা ছিল সকলের কাছে। তবে নতুন সিজন থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের।

সেজন্য, নিজেদের দলের কোচ ইভান ভুকোমানোভিচকে মরশুম শেষে বিদায় জানায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। যতদূর খবর, নতুন সিজনের জন্য স্কটল্যান্ডের পাশাপাশি এক জার্মান কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে এই কেরল ম্যানেজমেন্ট। আগামী কয়েক মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সেই বিষয়টি।

   

তবে তার আগেই নিজেদের দলের একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেরালা ব্লাস্টার্স। যাদের মধ্যে উঠে এসেছে আদ্রিয়ান লুনা থেকে শুরু করে ডাইসুকে সাকাই সহ একাধিক ফুটবলারের নাম। বলতে গেলে নতুন কোচ চূড়ান্ত করার আগেই নিজেদের ঘর গোছানোর কাজটা কিছুটা এগিয়ে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। এসবের মাঝেই‌ নিজেদের দলের সমর্থকদের নিয়ে প্রশংসা করলেন লিথুয়ানিয়ান ফুটবলার ফেডর চের্নিচ। একটি জনপ্রিয় মাধ্যমে তিনি বলেন, আমি মনে করি আমার ক্যারিয়ারে আমি যে সমস্ত দলে খেলেছি তার মধ্যে এটি অন্যতম। আমার দেখা অন্যতম সেরা সমর্থন।

এছাড়াও তিনি বলেন, দলের ঘরের মাঠে এক অন্যরকম পরিবেশ তৈরি করে দলের সমর্থকরা। যা অনেকটাই উৎসাহ দেয় ফুটবলারদের। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে ও দলের সমর্থনে উপস্থিত থাকেন বহু সমর্থক। যা অনেকটাই আত্মবিশ্বাস বাড়ায় সকলের। যতদূর খবর, আগামী মরশুমে ও কেরালায় থাকতে চলেছেন এই তারকা ফুটবলার। চলতি মাসে আপফ্রন্টের এই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হলেও তার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।