ATK Mohan Bagan: সবুজ-মেরুন স্কোয়াডের প্র্যাক্টিসে যোগ দিলেন লিস্টন কোলাসো

ভারতের জাতীয় দলের স্কোয়াডে ছিলেন লিস্টন কোলাসো। ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে বৃ্হস্পতিবার ATK মোহনবাগান (ATK Mohan Bagan) শিবিরে যোগ দিয়েই প্র‍্যাকট্রিসে নেমে পড়েছেন…

Liston Colaco, Mohun Bagan's star player

ভারতের জাতীয় দলের স্কোয়াডে ছিলেন লিস্টন কোলাসো। ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে বৃ্হস্পতিবার ATK মোহনবাগান (ATK Mohan Bagan) শিবিরে যোগ দিয়েই প্র‍্যাকট্রিসে নেমে পড়েছেন গোয়ানিজ উইঙ্গার। বৃ্হস্পতিবার টুইট করে ATK মোহনবাগান লিস্টন কোলাসোর শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়েছে।

Advertisements

২৩ বছরের কোলাসো, নিজের ইয়ুথ ফুটবল কেরিয়ার শুরু করে সালগাওকর, গোয়া, হায়দরাবাদের জার্সি পড়ে। ২০২১ ফুটবল সিজনে লিস্টন কোলাসো সবুজ মেরুন জার্সি গায়ে চাপান। মেরিনার্স হয়ে কোলাসো ২২ ম্যাচে ৮ গোল করেছে।

বিজ্ঞাপন

২০২১ সাল থেকে ভারতের জাতীয় দলে রয়েছে লিস্টন কোলাসো, কিন্তু এখনও গোলের খাতা খুলতে পারেনি কোলাসো, ১৩ ম্যাচ খেলে।