Liston Colaco: কোলাসোকে কেন্দ্র করে ফের গরম দল বদলের বাজার

Liston Colaco

Durand Cup-এর প্রথম ম্যাচে নেমেই নজর কেড়েছেন লিস্টন কোলাসো (Liston Colaco)। বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে ধরাশায়ী করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। বড় ব্যবধানে জয়ের পিছনে অন্যতম কারিগর লিস্টন। নিজে একটি গোল করেছেন এবং একটি গোল করেছেন। মোহনবাগান সমর্থকরা নতুন করে তাকে নিয়ে যখন স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন, তখনই ফের জল্পনা। গরম দল বদেলের বাজার।

লিস্টন কোলাসো দল বদল করতে পারেন, এমনটা শোনা গিয়েছে একাধিকবার। ফুটবল প্রেমীদের একাংশ মনে করছিলেন, বাগানের তরুণ ফরোয়ার্ড যোগ দিতে পারেন ওড়িশা এফসিতে। ক্রমে স্তিমিত হয়েছিল এই জল্পনা। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচের পর জল্পনার পালে হাওয়া লেগেছে নতুন করে। কোলাসোকে কেন্দ্র করে নানা মুনির নানা মত।

   

গত মরসুমে লিস্টন কোলাসো একক দক্ষতায় কিছু নজরকাড়া গোল করেছিলেন। কিন্তু টিম ম্যান হিসেবে তার খেলার ধরণ নিয়ে উঠেছিল প্রশ্ন। দৃষ্টি নন্দন গোল করলেও প্রচুর গোল হাতছাড়া করেছিলন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে আশিক কুরুনিয়ান, মনভীর সিংদের সুযোগ দেওয়া হলেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন কোলাসো। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর অনেকে ধরে নিয়েছিলেন বাগান ছাড়ার পথে তরুণ এই ফুটবলার।

এখনও পর্যন্ত দল ছাড়েননি। এদিকে খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো। তাই নিয়ম অনুযায়ী দল বদল করার সম্ভাবনা রয়েছে। ফুটবল মহলের একাংশে জোর গুঞ্জন, লিস্টন কোলাসো যোগ দিতে চলেছেন ওড়িশা এফসিতে। অনেকেই জোর দিয়ে এমনটা দাবি করছেন। আবার পাল্টা মতামত রয়েছে যথেষ্ট। পাল্টা দাবি, বাগান থেকে লিস্টন কোলাসোকে ছিনিয়ে নিয়ে যাওয়া কোনো দলের পক্ষেই খুব একটা সহজ কাজ হবে না। তাহলে লিস্টনের ভবিষ্যত্ কী? কালের গর্ভে লুকিয়ে উত্তর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন