Liston Colaco: গোলে ফিরলেন বাংলাদেশি ক্লাবের ‘যম’ লিস্টন

Liston Colaco Makes Remarkable Comeback for Mohun Bagan

দলে একাধিক চোট সমস্যা। জামশেদপুর এফসির বিরুদ্ধে পূর্ণ শক্তির একদশ মাঠে নামাতে পারেননি মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো। বদল করছিলেন পরিকল্পনায়। তবে দল জিতেছে। AFC কাপের ম্যাচের আগে গোল করেছেন লিস্টন কোলাসো (Liston Colaco)।

মোহন বাগান সুপার জায়ান্টকে এরপর AFC কাপের ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। আগামী ৭ নভেম্বর কিংস এরিনায় খেলা। হোম ম্যাচে জিততে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। বসুন্ধরা কিংসের সঙ্গে ভাগাভাগি করতে হয়েছিল পয়েন্ট। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করার জন্য কিংসের বিরুদ্ধে আগামী ম্যাচে জিততে চাইবে বাগান।

   

বুধবার জেসন কামিন্স, হুগো বুমোস খেলেননি। দুই বিদেশি ফুটবলারকে নিয়ে যাওয়া হয়নি জামশেদপুর। কাকে কেন দলের সঙ্গে নিয়ে যাওয়া হল না সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে গুরুতর কিছু নয়। সব ঠিক থাকলে হয়তো বাংলাদেশের অন্যতম শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবেন হুয়ান ফেরান্ডো।

জামশেদপুর এফসির বিরুদ্ধে লিস্টন কোলাসোর গোল স্প্যানিশ কোচকে নিশ্চই স্বস্তি দেবে। অতীতে বাংলাদেশি ক্লাবের বিরুদ্ধে কোলাসোর রেকর্ড বেশ ভালো। জামশেদপুর এফসির বিরুদ্ধে দূর পাল্লার শটে গোল করে লিস্টনের মুখে হাসি ফুটেছে। মোহন বাগান সমর্থকরা বলে থাকেন, ওপার বাংলার ক্লাব দেখলেই জ্বলে ওঠেন লিস্টন। কিংসের বিরুদ্ধে সুযোগ পেলে নিজের ফর্ম অব্যাহত রাখতে চাইবেন ভারতীয় উইঙ্গার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন