২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২। যা কাতারে অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব।বিশ্বকাপ কারা জিতবে তার পাশাপাশি আরও দুটি পুরস্কারের দিকে নজর থাকে সবার। তার মধ্যে অন্যতম হল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। যা জিতলে সোনার বুট (Golden Boot winners) দেওয়া হয়৷ ২০০৬ সাল পর্যন্ত এর নাম ছিল গোল্ডেন শ্য।
Advertisements
এখন এর নাম দেওয়া হয়েছে গোল্ডেন বুট। এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের আসরে এক মরশুমে সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের জাস্ট ফন্টেইন। তিনি ১৯৫৪ সালে সুইডেন বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আজ পর্যন্ত তার ধারে কাছে কেউ পৌঁছতে পারেননি৷আসুন বিশ্বকাপ শুরুর আগে দেখে নিই, আজ পর্যন্ত যাঁরা এই পুরস্কার জিতেছেন, তাঁদের তালিকা —
Advertisements
ফুটবল বিশ্বকাপের ইতহাসের গোল্ডেন বুট জয়ীদের তালিকা-
- ১.গুইলারমো স্টাবিলে (১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ), আর্জেন্টিনা, ৮গোল
- ২. অলড্রিচ নেইয়েডলি (১৯৩৪ ইতালি বিশ্বকাপ), চেকোস্লোভাকিয়া,৫ গোল
- ৩. লিও নিডাস (১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ), ব্রাজিল, ৭ গোল
- ৪. আদেমির (১৯৫০, ব্রাজিল বিশ্বকাপ), ব্রাজিল, ৮ গোল
- ৫. জাস্ট ফন্টেইন (১৯৫৪, সুইডেন বিশ্বকাপ), ফ্রান্স, ১৩ গোল
- ৬. হাঙ্গেরির ফ্লোরিয়ান আলবার্ট, সোভিয়েত রাশিয়ার ভ্যালেন্টিন ইভানোভ, ব্রাজিলের গারিঞ্চা অ্যান্ড ভাডা, যুগোস্লোভিয়ার ড্রাজান জারকোভিচ, চিলির লিওনেল সানচেজ (১৯৬২, চিলি বিশ্বকাপ), ৪ গোল
- ৭. ইউসেবিও (১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ), পর্তুগাল, ৯ গোল
- ৮. গার্ড মুলার (১৯৭০, মেক্সিকো বিশ্বকাপ), জার্মানি, ১০ গোল
- ৯. জিওৰ্জে লাটো (১৯৭৪, পশ্চিম জার্মানি বিশ্বকাপ), পোল্যান্ড, ৭গোল
- ১০. মারিও কেম্পেস (১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ), আর্জেন্টিনা, ৬ গোল
- ১১. পাওলো রোসি (১৯৮২, স্পেন বিশ্বকাপ), ইতালি, ৬ গোল
- ১২. গ্যারি লিনেকার (১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ), ইংল্যান্ড, ৬ গোল
- ১৩.সালভাতোর স্কিলাচি (১৯৯০, ইতালি বিশ্বকাপ), ইতালি, ৬ গোল
- ১৪. রাশিয়ার ওলেগ সেলেঙ্কো, বুলগেরিয়ার হিস্টো স্টোইচকভ (১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ), ৬ গোল
- ১৫.দাভর সুকের (১৯৯৮, ফ্রান্স বিশ্বকাপ), ক্রোয়েশিয়া, ৬ গোল
- ১৬. রোনাল্ডো নাজারিও (২০০২, দক্ষিণ কোরিয়া/জাপান বিশ্বকাপ),ব্রাজিল, ৮ গোল
- ১৭. মিরোস্লাভ ক্লোসে (২০০৬, জার্মানি বিশ্বকাপ), জার্মানি, ৫ গোল
- ১৮. টমাস মুলার (২০১০, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ), জার্মানি, ৫ গোল
- ১৯. হামেস রড্রিগেজ (২০১৪, ব্রাজিল বিশ্বকাপ), কলম্বিয়া, ৬ গোল
- ২০. হ্যারি কেন (২০১৮, রাশিয়া বিশ্বকাপ), ইংল্যান্ড, ৬ গোল


