মোহনবাগানের প্রতিপক্ষ ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

বড় সমস্যার মুখে পড়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। সমস্যার কথা অবশ্য আগে শোনা গিয়েছিল। কিন্তু ঠিক কী কারণে সমস্যা সে ব্যাপারে জানা যাচ্ছিল…

Bashundhara Kings

বড় সমস্যার মুখে পড়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। সমস্যার কথা অবশ্য আগে শোনা গিয়েছিল। কিন্তু ঠিক কী কারণে সমস্যা সে ব্যাপারে জানা যাচ্ছিল না। দলের পাঁচ ফুটবলারকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বসুন্ধরা কিংস।

মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। সেখানে গিয়ে দলের কয়েকজন ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন বলে আগে শোনা গিয়েছিল। সম্প্রতি ওপার বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের অনুযায়ী, বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে প্রচুর মদের বোতল। ৬৪ বোতল মদ পাঁচজন ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে বলে খবর। এই পাঁচজনকে আপাতত শাস্তির আওতায় রেখেছে ক্লাব।

   

অভিযুক্ত পাঁচ ফুটবলার- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেছেন, “পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই পাঁচ ফুটবলারকে ছাড়াই ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংস। ম্যাচ জিতেছিল ৩-২ গোল। ওড়িশা এফসির থেকে এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী ২৪ অক্টোবর তাদের বিরুদ্ধে খেলবে বসুন্ধরা কিংস।