দিল্লিতে শোরগোল ! আপ সাংসদকে গ্রেফতার করল ED

দিনভর তল্লাশির পর অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন আপ সাংসদ সঞ্জয় সিং। বুধবার সকাল থেকেই আবগারি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।…

দিনভর তল্লাশির পর অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন আপ সাংসদ সঞ্জয় সিং। বুধবার সকাল থেকেই আবগারি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অবশেষে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল রাজ্যসভার সাংসদকে। ১০ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলেছে বলে খবর। তারপরে গ্রেফতার করা হয়।এর আগে আপ সাংসদের ঘনিষ্ঠ আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল এই মামলায়।

সূত্রের খবর, আবগারি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। চার্জশিট অনুযায়ী, আবগারি নীতি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির ব্যবসায়ী দীনেশ অরোরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে ছিলেন সঞ্জয় সিংও। জেরায় একথা জানিয়েছেন ওই ব্যবসায়ী ইডি আধিকারিকদের। একটি অনুষ্ঠানে সঞ্জয় সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল বলেও দাবি করেন ওই ব্যবসায়ী।অভিযোগ, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে টাকা তোলার জন্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতিতে বিপাকে আম আদমি পার্টি। ২০২১ সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির শাসকদলের বিরুদ্ধে। তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলায় তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও।