Lionel Messi: ৪৫ দিন পর প্রত্যাবর্তন, পা ফোলা নিয়ে মাঠে নামলেন মেসি

ফুটবলের আঙিনায় তাকে বলা হয়ে থাকে একক সম্রাট। তার জীবন অর্জনে পরিপূর্ণ। এমন কোনো কিছু নেই যা তিনি অর্জন করেননি। তার জীবন বিশ্লেষণ করলে দেখা…

Lionel Messi started trainning with Inter Miami CF.

ফুটবলের আঙিনায় তাকে বলা হয়ে থাকে একক সম্রাট। তার জীবন অর্জনে পরিপূর্ণ। এমন কোনো কিছু নেই যা তিনি অর্জন করেননি। তার জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে সেটি অনেকটা উত্থান-পতনের ভরাট কাব্য। যেন এক সাগরের জীবন। সেই সাগর কখনও উত্তাল হয়, কখনও শান্ত হয়। আর সাগরের তীরে তীরে গাঁথা হয়ে থাকে একেকটা অর্জন। তবে গত মাসে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি (Lionel Messi)। ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাঁকে। 

অবসরের ইঙ্গিত মেসির? খেলবেন না বিশ্বকাপের কোয়ালিফায়ারে

   

তবে শেষ পর্যন্ত চোট সরিয়ে মাঠে ফিরলেন আর্জেন্টাইন এই জাদুকর। শুক্রবার ইন্টার মায়ামির অনুশীলনে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে অনুশীলন ম্যাচে ফিরলেও ইন্টার মায়ামির হয়ে কবে ম্যাচে নামবেন তা এখনও পরিষ্কার নয়।

ফুটবল বিষয়ক একটি বিশেষ ওয়েবসাইটের তথ্য জানাচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি (Lionel Messi) এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়নি। হাতে গোনা কয়েকবার এর চেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। বয়স ও ফিটনেস বিবেচনায় বিচার করলে মেসির এই চোট আতঙ্ক জাগানোর মতোই। তাই মেসিকে মাঠে ফেরানোর আগে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami CF)। তবে এই মুহূর্তে ভয়ের কারন অনেকটাই কম বলে জানিয়েছেন ইন্টার মায়ামি রিহ্যাব কোচ।

বিজ্ঞান শিক্ষিকাদের বোরখা নির্দেশ, তসলিমা লিখলেন ‘জিহাদিস্তান’ বাংলাদেশ

১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে নামবে মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোয়। এই ম্যাচে মেসি অংশ নেবেন কিনা সেটি নির্ভর করছে তার চূড়ান্ত পরীক্ষার উপর। তবে মেসি অংশ না নিলে আরও দুসপ্তাহ রিহ্যাবের জন্য সময় পাবেন তিনি। তবে মায়ামির গোলরক্ষক এলএম ১০-কে অনুশীলনে দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন, ” মাঠে ওকে দেখা দারুণ ব্যাপার। আমি জানি প্রত্যেক দিন ওর চিকিৎসা চলছে। এই ধরনের বিষয়ের সঙ্গে আগেও পরিচিত ছিল মেসি। ও এখনও খেলে চলেছে। সর্বোচ্চ পর্যায়ে এখনও খেলে চলেছে।”

প্রসঙ্গত উল্লেখ্য ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট পান মেসি (Lionel Messi)। ৬৪ মিনিট মাঠে ছিলেন নীল-সাদার অধিনায়ক। ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। ক্যামেরায় দেখা যায় তাঁর পা ফুলে রয়েছে। কোপার ফাইনালের সেই চোট সারিয়ে অবশেষে ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে নামলেন মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির (Inter Miami CF) কোচ টাটা মার্টিনো (Tata Martino) জানান, ”খেলার মতো অবস্থায় এখনও পৌঁছয়নি মেসি। কবে নামবেন সেই বিষয়েও কোনও নিশ্চয়তা নেই।”

জেলে বসেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ১৫ অগস্ট দিল্লিতে তেরঙ্গা উত্তোলনের ভার দিলেন কাকে?

মেসির বারবার এভাবে চোটে পড়া মোটেও ভালো বার্তা দিচ্ছে না। এর মধ্যে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করার পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। যার ফলে ক্রমেই মেসির না খেলার শঙ্কাও তাই বেড়ে চলেছে। পূর্ণ ফিট মেসি এখনো যে কোন প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারন। সব ভালোরই শেষ আছে। সেই নিয়ম মেনে একদিন ফুটবলকে বিদায় বলে দেবেন লিওনেল মেসিও। কিন্তু মেসি এমন একজন, যাঁর বিদায়ের ভাবনাটাই ফুটবলপ্রেমীদের মনকে বিষাদে ভরিয়ে তুলতে যথেষ্ট। তবে বিশ্বকাপ খেলতে হলে তাঁকে যে কঠিন এক পথ পাড়ি দিতে হবে, তা বলাই যায়।