Eliandro dos Santos Gonzaga : ৪১ ম্যাচে ১১ গোল করা স্ট্রাইকারকে নিল ইস্টবেঙ্গল!

পাঁচজন নতুন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করার খবর জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। তিনজন ইতিমধ্যে ভারতে খেলেছেন। পরীক্ষিত ফুটবলার, প্রোফাইল বা বায়োডাটা বেশ ভালো। তুলনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রর…

Eliandro dos Santos Gonzaga

পাঁচজন নতুন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করার খবর জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। তিনজন ইতিমধ্যে ভারতে খেলেছেন। পরীক্ষিত ফুটবলার, প্রোফাইল বা বায়োডাটা বেশ ভালো। তুলনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রর (Eliandro dos Santos Gonzaga) প্রোফাইল কিছুটা হলেও ফিকে।

লাল হলুদ ব্রিগেডে আপাতত দুজন ফরোয়ার্ড রয়েছেন। একজন ক্লেইটন সিলভা। অন্যজন এলিয়ান্দ্র। ইনি ব্রাজিলের খেলোয়াড়। খেলেন স্ট্রাইকার পজিশনে। ৩২ বছর বয়সী এই ফুটবলার প্রচুর ক্লাবে খেলেছেন। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি গোল করেননি।

২০০৯ থেকে সিনিয়র পর্যায়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি। নামকরা ক্লাবের হয়ে এসেছিল খেলার সুযোগ। খাতায় কলমে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ক্রুজেইরোর সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু খুব কম ম্যাচেই মাঠে নেমেছিলেন। অধিকাংশ সময়ে তাঁকে লোনে পাঠানো হতো। অন্য ক্লাবে গিয়ে যে প্রচুর গোল করেছেন এমনটা নয়। পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে একাধিক ক্লাবে খেলছেন এলিয়ান্দ্র।

থাইল্যান্ডের সমুত প্রাকান সিটির হয়ে খেলার পর আসছেন ইস্টবেঙ্গলে। সেখানে ১৫ ম্যাচে ৩ গোল করেছেন বলে জানা যায়। শেষ তিনটি ক্লাবে সব মিলিয়ে খেলেছেন ৪১ ম্যাচ। করেছেন ১১ গোল।