জোড়া গোলে মায়ামিকে ‘প্রথম ট্রফি’ উপহার দিলেন মেসি

রেকর্ড গড়ার জন্যই যেন পৃথিবীতে এসেছেন তিনি। নামের পাশে রয়েছে ট্রিপল ক্রাউন। দুটি মহাদেশীয় শ্রেষ্ঠ খেতাবের মাঝে বিশ্বজয়। যা এই মুহুর্তে প্রত্যেক ফুটবলারের কাছে স্বপ্নের…

Lionel Messi Scores Twice as Inter Miami Clinch MLS Supporters' Shield

রেকর্ড গড়ার জন্যই যেন পৃথিবীতে এসেছেন তিনি। নামের পাশে রয়েছে ট্রিপল ক্রাউন। দুটি মহাদেশীয় শ্রেষ্ঠ খেতাবের মাঝে বিশ্বজয়। যা এই মুহুর্তে প্রত্যেক ফুটবলারের কাছে স্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। তবে লিওনেল মেসি যেন থামতেই চাইছেন না। চোটের কবল থেকে ফিরেই আরও একটি শিরোপা জিতলেন এই আর্জেন্টাইন জাদুকর।আজ সকালে লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে জোড়া গোল করে প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে সাপোর্টারস শিল্ড (Inter Miami Supporters’ Shield) জেতালেন লিওনেল মেসি। মেসির (Lionel Messi) জোড়া গোলের সৌজন্যেই এদিন কলম্বাস দলকে ৩-২ গোলে পরাস্ত করে ইন্টার মায়ামি ক্লাব। মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন লুইজ সুয়ারেজও।

বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি দল। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ নিজেদের পকেটে পুড়েছেন মেসি- সুয়ারেজরা। তবে এদিন লোয়ার ডট কম ফিল্ডে মেসি-সুয়ারেজ ফর্মে থাকলেও বেশ কিছুটা ‘নিস্প্রভ’ ছিলেন তারকা মিডফিল্ডার সার্জিও বুসকেতস্। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ প্রথমার্ধেই দুটি গোল করেন মেসি। যার প্রথমটি এসেছে ম্যাচের ৪৫ মিনিটে। মাঝমাঠ থেকে জর্দি আলবার উঁচু করে বাড়ানো বলটি প্রথমে নিজের বুক দিয়ে থামান মেসি। এরপরই চকিতের মধ্যে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন জালে। মেসির পরের গোলটিও বেশ দৃষ্টিনন্দন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি কিকে থেকে গোল করেন মায়ামি অধিনায়ক।

   

Lionel Messi: ৪৫ দিন পর প্রত্যাবর্তন, পা ফোলা নিয়ে মাঠে নামলেন মেসি

প্রথমার্ধেই দুটি গোল খেয়ে পিছিয়ে পড়া কলম্বাস দল দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই ম্যাচে ফিরে আসতে শুরু করে। ম্যাচের ৪৬ মিনিটেই একটি গোল শোধ করে তাঁরা। এরপর ৪৮ মিনিটে গোল করে মায়ামি দলকে আরও এগিয়ে দেন সুয়ারেজ। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় কলম্বাস। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে মায়ামি বক্সে বার বার আক্রমন শানাতে থাকে প্রতিপক্ষের ফরোয়ার্ড দল। এছাড়াও ৬৩ মিনিটে তাদের ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। তবে এদিনের ম্যাচ জেতার কৃতিত্ব শুধু মেসি – সুয়ারেজের একার না। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি ঠেকিয়ে লিড ধরে রাখেন তিনি।

এই ম্যাচ জিতে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৮, ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল এলএ গ্যালাক্সির পয়েন্ট ৩২ ম্যাচে ৬১। ফলত বাকি থাকা শেষ দুটি ম্যাচ জিতলেও শিল্ডের দাবিদার হবেন না তাঁরা। তবে বর্তমানে মায়ামি হয়ে বেশ দাপট দেখাচ্ছেন মেসি–সুয়ারেজ জুটি। লিগে মায়ামির মোট ৭২টি গোলের ৩৫টিই এসেছে এই দুজনের কাছ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর দেশ এবং ক্লাবের হয়ে দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জিতে ফের শিরোনামে উঠে এলেন লিওনেল মেসি (Lionel Messi)। কোপা আমেরিকার পর সাপোর্টারস শিল্ড’ (Inter Miami Supporters’ Shield) হল মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি। তবে এদিন শিল্ড জিতলেও ক্ষান্ত হননি এই আর্জেন্টাইন তারকা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানে আমার প্রথম উদ্দেশ্য অর্জন হয়েছে, এখন আমাদের সামনে এমএলএস কাপ আছে। তা নিয়ে ভাবতে হবে।”