ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে (Mohammed Azharuddin) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে রয়েছে ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ।সেই মামলায় প্রথম বার তাঁকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবারই তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক।
২০১৯ সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন ভারতীয় ক্রিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এই মামলাতেই আগামীকাল হায়দরাবাদের ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
Enforcement Directorate has summoned former Cricketer and Congress leader Mohammed Azharuddin in an alleged money laundering case linked to Hyderabad Cricket Association: Sources
(File photo) pic.twitter.com/oX9Tvs4Wc9
— ANI (@ANI) October 3, 2024
ভারতীয় ক্রিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা আজহারউদ্দিনের বিরুদ্ধে রয়েছে প্রায় ২০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন জিনিস কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়। যদিও পরে সেই টাকার কোন খতিয়ান পাওয়া যায় নি। এবার এই আর্থিক তচ্ছরূপের মামলাতেই ইডির সমন বলে খবর। গত বছরের ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে আজহারউদ্দিনকে সরিয়ে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। যদিও এটাই প্রথমবার নয় ভারতীয় দলের এই প্ৰাক্তন অধিনায়ক অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছিলেন খেলা সংক্রান্ত বিষয়ে।