HomeSports Newsদেশের মাটিতে নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচ, প্রতিপক্ষ ভুলে হৃদয়স্পর্শী বার্তা মেসির

দেশের মাটিতে নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচ, প্রতিপক্ষ ভুলে হৃদয়স্পর্শী বার্তা মেসির

- Advertisement -

২০২৬ বিশ্বকাপের (2026 World Cup) টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা (Argentina)। ফলে বাকি থাকা বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ নিছক নিয়মরক্ষার। কিন্তু শুক্রবার (ভারতীয় সময় ভোর ৫টায়) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার (Venezuela) বিরুদ্ধে ম্যাচটি নিছকই আর একটি ম্যাচ নয় আর্জেন্টিনার (Argentina) জন্য। মেসি (Lionel Messi) ভক্তদের জন্য এবং সর্বোপরি বিশ্ব ফুটবলের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়। কারণ, এটাই হতে চলেছে লিওনেল মেসির দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

২২ গজে হলুদ জার্সিতে শেষ হল মাহি ম্যাজিক? ফাঁস হল গোপন রিপোর্ট!

   

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ১৯৩ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। তবে সংখ্যার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাঁর অর্জন। একটি বিশ্বকাপ (২০২২), দুটি কোপা আমেরিকা (২০০৭ ও ২০২১), একটি অলিম্পিক সোনা (২০০৮), আটটি ব্যালন ডি’অর। আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত এবং দলগত দুই দিকেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে মেসি বলেন, “ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা আমার কাছে খুব স্পেশাল। সম্ভবত এটাই দেশের মাটিতে আমার শেষ ম্যাচ। আমার পরিবারের প্রত্যেক সদস্য গ্যালারিতে থাকবে। দেশের জার্সিতে, দেশের মাটিতে শেষবার মাঠে নামতে পেরে আমি গর্বিত। আশা করি, আমি সকলের জন্য সেরাটা দিতে পারব।”

শেষ ‘হোম ম্যাচ’ নয় মেসির! আর্জেন্টিনা কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা

বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১৬ ম্যাচে আর্জেন্তিনার সংগ্রহ ৩৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে শেষ দু’টি ম্যাচে পয়েন্ট হারালেও শীর্ষস্থান অক্ষত থাকবে। তবুও কোচ লায়োনেল স্কালোনি দলের মনোবল এবং জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান।

মেসির শেষ ম্যাচ ঘিরে শুধু আর্জেন্টিনায় নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যেই আবেগের ঢেউ। বুয়েনস আইরেসে স্টেডিয়ামের টিকিট বিক্রি হয়ে গিয়েছে মুহূর্তে। গ্যালারিতে থাকবেন মেসির স্ত্রী আন্তোনেলা ও তিন পুত্র সহ পরিবারের সব সদস্য। আর্জেন্টিনার ফুটবল সংস্থা বিশেষ ভিডিও ট্রিবিউট ও আয়োজন রেখেছে এই উপলক্ষে।

কান্তিরাভা নয়! বদলে কোথায় হল ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের ভ্যেনু?

একই সময়ে (শুক্রবার, ভোর ৬টা) বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। প্রতিপক্ষ চিলি। তবে সেলেসাও শিবিরে ঝড় কিছুটা বেশি। দলে নেই নেইমার, নির্বাসনের কারণে নেই ভিনিসিয়াস জুনিয়রও। কোচ কার্লো আনসেলোত্তি এমনিতেই নতুনদের নিয়ে দল গড়ার চেষ্টা করছেন। ফলে আক্রমণভাগে ভরসা রাখছেন রদ্রিগো, হেনরিখ এবং গ্যাব্রিয়েল জেসুসের উপর।

চিলির বিরুদ্ধে জয় চাই ব্রাজিলের, তবে ফুটবলবিশ্বের নজর আপাতত শুধুই বুয়েনস আইরেসে। মেসির শেষ “ঘরের মাঠের নাচ” দেখতেই অপেক্ষায় কোটি কোটি অনুরাগী।

Lionel Messi said heartfull message ahead of last competitive match in Argentina vs Venezuela

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular