আর্জেন্টিনার নয়, মেসি হয়ে গেলেন ভারতীয়! রইল ভাইরাল ভিডিও

lionel-messi-india-t20-jersey-meets-kuldeep-yadav

ফুটবল ও ক্রিকেট দুটি আলাদা খেলার মধ্যে লড়াইয়ের কোনোটিই ভারতের (India) তারকা ক্রিকেটার কুলদীপ যাদবকে বিভ্রান্ত করতে পারে না। কিন্তু সেই কুলদীপও যখন নিজের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে চোখের সামনে দেখলেন, তখন হতবাক না হওয়া সম্ভব ছিল না।

ভারত সফরে এসে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই ঘুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হন মেসি। সেই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহ মেসিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি জার্সি উপহার দেন। জার্সিটির পেছনে লেখা ছিল মেসির নাম এবং নম্বর ‘১০’। পরবর্তীতে মেসি ওই জার্সি পরে আরও একটি অনুষ্ঠানে অংশ নেন।

   

ফুটবলের প্রতি গভীর আগ্রহ থাকা কুলদীপ যাদব সেখানে উপস্থিত থাকলেন। মেসিকে চোখের সামনে পেয়ে বিস্ময়ভরা চোখে তাকিয়ে রইলেন, মুখে হাসি, কিন্তু কোনও কথাই বলতে পারছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্যারা জ্যাভলিন চ্যাম্পিয়ন সুমিত আন্টিল এবং প্যারা হাই জাম্পার নিশাদ কুমারের সঙ্গে মেসি কথা বলছেন। কুলদীপ সেই সময় নীরব দর্শক, কিন্তু মুখের হাসি দিয়ে বোঝাচ্ছিল কতটা আনন্দ পেয়েছেন।

মেসি প্রত্যেককে নিজের আর্জেন্টিনার জার্সি উপহার দেন এবং সইও করে দেন। সুমিত নিজের জ্যাভলিনে, নিশাদ নিজের জুতোতে সই করিয়েছেন। সকলের সঙ্গে ছবিও তুলেছেন মেসি। অনুষ্ঠানে ছিলেন রদ্রিগো ডি’পলও। তবে লুইস সুয়ারেজ অন্য একটি স্পনসর সংস্থার সঙ্গে যুক্ত থাকায় তিনি উপস্থিত ছিলেন না।

ভারত সফরের প্রথম স্টপ ছিল কলকাতা। যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠানটি বিশৃঙ্খলার কারণে মাত্র ২২ মিনিটে শেষ হয়ে যায়। এর পর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মুম্বইয়ে মেসির সঙ্গে দেখা হয় ফুটবল তারকা সুনীল ছেত্রী ও ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। দিল্লিতে সাক্ষাৎ হয় ভাইচুং ভুটিয়ার সঙ্গেও। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধনে কুলদীপের আনন্দ এবং মেসির বন্ধুত্বপূর্ণ আচরণ, সেই মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleভারতীয়দের আঘাত করতে ২৬ ডিসেম্বর থেকে নয়া ছক ISI এর
Next articleজুবিন হত্যা মামলায় এবার কাঠগড়ায় মুখ্যমন্ত্রী
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।