Qatar WC: মহাযুদ্ধের ঘোড়া মেসি জানালেন ‘শেষের সেই দিন’, কাতারে কাতারে লোক রাজপথে

Lionel Messi

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: যুদ্ধের ঘোড়া যুদ্ধেই জীবন দেয়। দুরন্ত অশ্ব থামবেই। সেই সূত্র মেনে মহাযুদ্ধের ঘোড়া থামছে। শেষের সেই দিন জানিয়ে দিলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি (Lionel Messi) মেসি। খবরটা শুনেই কাতারে কাতারে লোক কাতারের রাজপথে নেমেছেন। (Qatar WC) কাতারি, আর্জেন্টিনীয়, ফরাসি, মরোক্কান সহ বিভিন্ন দেশের সমর্থকরা কেউ হতাশ কেউ বলছেন এটাই স্বাভাবিক। থামতে হয়।

Advertisements

ক্রোয়েশিয়াকে তছনছ করে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা উঠে গেছে। কে বলবে এই দলটাই তাদের বিশ্বকাপ অভিযানের শুরুতেই সৌদি আরবের কাছে হেরেছিল। এরপর ফাইনালের জন্য দুরন্ত গতির যাত্রা। সেই যাত্রা মানে ফুটবলের মহাযুদ্ধের ঘোড়া মেসি।

ফ্রান্স অথবা মরক্কোর সেমিফাইনাল খেলার যে মারাত্মক ভিড় দেখা যাচ্ছে তার মধ্যে আফ্রিকারও সোনালি ইতিহাস লেখার পালা। দুই দলের মধ্যে যে জিতবে তার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বল নিয়ে মেসির শেষ দৌড়। তিনি আর বিশ্ববিখ্যাত নীল সাদা জার্সি পরে নামবেন না। কাতারেই তিনি আর্জেন্টিনার সাংবাদিকদের একথা জানান। এর পরেই বিশ্ব জানল, আগামী ১৮ ডিসেম্বর মহাযুদ্ধের ঘোড়া থামবে। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই হবে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ।  

Advertisements

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দিয়ারিও ডেপার্তিভো ওলে-কে সাক্ষাতকারে মেসি বলেছেন, আমি খুশি ফাইনালে যেতে পেরে। বিশ্বকাপে আমার যাত্রাটা ফাইনাল খেলে শেষ হবে এটা ভেবে আনন্দ লাগছে। পরের বিশ্বকাপের এখনও কয়েক বছর বাকি। আমার মনে হয় না ওটাতে খেলতে পারব। এভাবে শেষ করতে পারা, এটাই সেরা।

১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ফের একবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলছেন মেসি। বাতিস্ততাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১টি গোলও তাঁর। বিশ্ব অপেক্ষায় মেসি নামে মহাযুদ্ধের ঘোড়ার শেষ যুদ্ধ ও থেমে যাওয়ার মুহূর্তটি দেখার জন্য।