টানা অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। ব্যালন ডি’অর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার এবং প্রতি বছর ক্লাব ফুটবল এবং জাতীয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে একজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। ইন্টার মিয়ামির কর্ণধার ও ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মেসির হাতে পুরস্কার তুলে দেন। আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপ জয়ী মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন।
The moment when 🐐 was announced as the #BallonDor winner.
– Lionel Messi, the icon!pic.twitter.com/QNZOmBgeMe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 30, 2023
সবচেয়ে বেশি বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তার পরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি পাঁচবার এই পুরস্কার জয় করা রেকর্ডের মালিক। এই প্রথম মেজর লিগ সকার (এমএলএস) খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন মেসি।পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘এই পুরস্কার তার জন্য, যা আমরা আর্জেন্টিনা দলের সঙ্গে খেলে পেয়েছি। আর্জেন্টিনার খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সব মানুষের জন্য এই পুরস্কার একটি উপহার।’
💬 The speech of the 2023 Ballon d'Or winner, Lionel Messi #ballondor pic.twitter.com/HRaNdRwclG
— Ballon d'Or (@ballondor) October 30, 2023
গত বছর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেসি। কাতার বিশ্বকাপে মেসির সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট ছিল। পিএসজির হয়ে শেষ মরসুমে রেকর্ড ১১তম ফরাসি লিগ শিরোপা জিতেছিলেন মেসি। মেসি এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে খেলছেন।