আন্তর্জাতিক ফুটবল মানেই কোটি কোটি দর্শকের উন্মাদনা, আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এই খেলার মধ্যে যদি ঢুকে পড়ে বর্ণবৈষম্য বা বৈষম্যমূলক আচরণ? তখনই হস্তক্ষেপ করে ফিফা। ঠিক এমনটাই ঘটেছে এবার। জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলিতে সমর্থকদের বর্ণবৈষম্যমূলক আচরণের (Discrimination and Racist) অভিযোগে ছয় দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফিফা (FIFA)। শাস্তির তালিকায় রয়েছে মেসির (Lionel Messi) দেশ আর্জেন্টিনা (Argentina), আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।
সবচেয়ে বড় শাস্তি আলবেনিয়ার
ছয় দেশের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে আলবেনিয়া। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন জাতীয় সঙ্গীতের সময় গ্যালারিতে গোলযোগ এবং আপত্তিকর বার্তা ছড়ানোর অভিযোগে ফিফা আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকে ১,৬১,৫০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ২ লক্ষ ডলার) জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭৬ লক্ষ টাকারও বেশি।
আলবেনিয়া ও সার্বিয়ার রাজনৈতিক সম্পর্কে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। ২০১৪ সালে বেলগ্রেডে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে ড্রোন দিয়ে ‘গ্রেটার আলবেনিয়া’ লেখা পতাকা মাঠে ফেলা হয়েছিল, যা ঘিরে ম্যাচে দাঙ্গা বেধে যায়। সেই ঘটনার প্রেক্ষাপটে এবারও গ্যালারির আচরণকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছে ফিফা। ফলে আগামী ১১ অক্টোবরের ফিরতি ম্যাচ ঘিরেও বাড়তি নজরদারি থাকবে।
আর্জেন্টিনার ওপরও কড়া জরিমানা
১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ১,২০,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৯ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার সমান। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও গ্যালারিতে বেশ কিছু দর্শকের আচরণে ফিফা চিন্তিত। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই জরিমানা শুধু অর্থনৈতিক শাস্তি নয়, বরং আর্জেন্টিনার মত বড় ফুটবল জাতির জন্য এক কড়া বার্তা।
চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়াকেও শাস্তি
৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হওয়া চিলির ফুটবল ফেডারেশনকেও একই অভিযোগে ১,১৫,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৩ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। এর পরদিন ৬ জুন পেরুর বিপক্ষে ম্যাচে কলম্বিয়ান সমর্থকদের আচরণও তীব্র নিন্দার মুখে পড়ে। জরিমানা হয়েছে ৭০,০০০ সুইস ফ্রাঙ্ক (৮৭ হাজার ডলার)।
অন্যদিকে, ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে খেলা সার্বিয়াকে ৫০,০০০ সুইস ফ্রাঙ্ক (৬২ হাজার ডলার) এবং সান মেরিনোর মুখোমুখি বসনিয়া-হার্জেগোভিনাকে ২১,০০০ সুইস ফ্রাঙ্ক (২৬ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ফিফা জানিয়েছে, শুধু বর্ণবৈষম্য নয়, অন্যান্য নিয়ম লঙ্ঘনের অভিযোগও এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।
ফিফার তরফে জানানো হয়েছে, এই শাস্তিমূলক পদক্ষেপগুলি কেবল মাত্র ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি রুখতে এক কড়া বার্তা। বর্ণবৈষম্য এবং যেকোনও ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে ফিফা। মাঠের খেলায় শৃঙ্খলা ও সম্মান বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
FIFA fines Lionel Messi’s Argentina and five other countries for the racist behaviour of fans pic.twitter.com/CtmNnnFbTT
— The Tatva (@thetatvaindia) September 4, 2025
Lionel Messi Argentina and 5 other federations fined by FIFA due to discrimination and racist abuse