East Bengal: মশালবাহিনীর ট্রায়ালে এবার এক লাইব্রেরিয়ান, চিনুন

অমীমাংসিত ডার্বির মধ্যে দিয়েই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। একাধিকবার এগিয়ে থেকে ও জয় নিশ্চিত করা সম্ভব হয়নি তাদের…

Darius Snorton Perwood

অমীমাংসিত ডার্বির মধ্যে দিয়েই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। একাধিকবার এগিয়ে থেকে ও জয় নিশ্চিত করা সম্ভব হয়নি তাদের পক্ষে। সেজন্য পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। যা নিয়ে খুব একটা খুশি নয় লাল-হলুদ ব্রিগেড।

তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। আগামী কয়েকদিন পরেই তাদের খেলতে হবে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তার আগে গোটা দলকে নিয়ে আজ থেকেই অনুশীলনে নামছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই জয় আসলেই পয়েন্ট টেবিলের আরো কিছুটা উপরে চলে আসবে ইস্টবেঙ্গল।

   

সেদিকেই বাড়তি নজর তাদের। সেইমতো একাধিক তরুণ প্রতিভাকে রেজিস্ট্রেশন ও করানো হয় ইন্ডিয়ান সুপার লিগে। তাদের মধ্যেই রয়েছেন তন্ময় দাস। এবারের ফুটবল মরশুমে আগরপাড়ার এই মিডফিল্ডারের উপরেই ভরসা রাখছে লাল-হলুদ। উল্লেখ্য, জুনিয়র দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে কলকাতা লিগে একাধিক ম্যাচ খেলেছিলেন তন্ময়।

সেই সুবাদেই এবার সিনিয়র দলে প্রমোট করেছে ম্যানেজমেন্ট। তবে তিনি একানন। গতকাল আরেক তরুণ তারকা টিঙ্কু কাঙ্গুজামকে ও আইএসএলের আওতায় আনে ময়দানের এই প্রধান। যারফলে, সায়ন ব্যানার্জী ও পিভি বিষ্ণুর পাশাপাশি এবার এই ফুটবলারকে ও দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে।

এসবের মাঝেই এবার ইস্টবেঙ্গলের ট্রায়ালে দেখা গেল এক নয়া বিদেশি ফুটবলারকে। তিনি ড্যারিয়াস স্নরটন পারউড। গতকাল লাল-হলুদের ট্রায়ালে এই লাইবেরিয়ান তারকাকে দেখেই কার্যত চমকে গিয়েছে সকলে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে তাহলে কি এবার দলের জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে? যদিও এই নিয়ে এখনোও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি কোনো কিছু।