বিশ্ব ক্রিকেটের এক অন্যতম সেরা আইকন ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। ইতিমধ্যে তার নামে স্টেডিয়াম রয়েছে কেনটকি , জাঞ্জিবারে।এবার ইংল্যান্ডের লেস্টারের একটি মাঠ তার নামে নামাঙ্কিত করা হলো।
এই প্রথম বার ইউরোপ অথবা ইংল্যান্ডে কোনও ভারতীয় ক্রিকেটারের নামে স্টেডিয়ামের নাম নামাঙ্কিত করা হলো।শনিবার আনুষ্ঠানিক ভাবে বিষয়টি সকলের সামনে নিয়ে আসা হবে।
এই মুহূর্তে লন্ডনে আছেন গাভাস্কার, এবিষয়ে সংবাদ মাধ্যম’কে নিজের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ” আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এটা দেখে যে লেস্টারে একটি মাঠ আমার নামে নামাঙ্কিত করা হয়েছে।লেস্টারে ক্রিকেট ভক্তের সংখ্যা অগুনতি।বিশেষ করে এখানে ভারতীয় ক্রিকেটের প্রতি মানুষের আবেগ চোখে পড়ার মতো।তাই স্বাভাবিক ভাবেই এটা বিশাল একটা সন্মান আমার কাছে।”
লেস্টারে ভারত স্পোর্টস এবং ক্রিকেট ক্লাবের মাঠ গাভাস্কারের নামে নামাঙ্কিত করা হচ্ছে।ইতিমধ্যে প্যাভিলিয়ানে একটি দেওয়ালে গাভাস্কারের বৃহদাকারে ছবি পেন্টিং করা হয়েছে।