মাঠেই লুটিয়ে পড়েছিলেন স্টুয়ার্ট ডালাস (Stuart Dallas)। শনিবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন লিডস ইউনাইটেডের ডিফেন্ডার। রবিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপডেট।
ম্যান সিটির বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত লিডস। তার থেকেও চিন্তার বিষয় স্টুয়ার্টের চোট। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে বল দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছিলেন স্টুয়ার্ট ডালাস। সিটির জ্যাক গ্রিলিসের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তখন।
সংঘর্ষের পরেই মাঠে লুটিয়ে পড়েছিলেন লিডস ফুটবলার।তড়িঘড়ি ছুটে এসেছিলেন দলের চিকিৎসক। প্রাথমিক দেখভালের পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছিল।
‘দীর্ঘ সময়ের জন্য মাঠে নামতে পারবেন না স্টুয়ার্ট ডালাস। ওর পায়ের চোট গুরুতর, ভেঙে গিয়েছে। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচে ঘটনাটি ঘটেছিল,’ এক বিবৃতিতে জানিয়েছে লিডস ইউনাইটেড।
‘লিডসের নিজস্ব চিকিৎসা পরিকাঠামোয় স্টুয়ার্ট ডালাসকে রাখা হয়েছিল। ওকে এবার লন্ডনে নিয়ে যাওয়া হবে । সেখানেই অস্ত্রোপচার এবং অন্যান্য পরীক্ষা করা হবে।’