Monday, December 8, 2025
HomeSports NewsAFC Asian Cup: লেবাননের পারফরম্যান্স দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন!

AFC Asian Cup: লেবাননের পারফরম্যান্স দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন!

- Advertisement -

আটটি আরব দেশ যখন এএফসি এশিয়ান কাপের রাউন্ড অফ ১৬-তে। ওমানের বিদায় ছিল চমক। ২০২৩ এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup 2023) লেবাননের অভিজ্ঞতাকে আশানুরূপ বলা চলে না। ২৪ দলের টুর্নামেন্টে রাউন্ড অফ ১৬-তে অগ্রসর হতে ব্যর্থ হয়েছিল দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমবার খেলতে আসা তাজিকিস্তান শুধু লেবাননের পথই রোধ করেনি, মাঠের প্রতিটি বিভাগেই তাদের হারিয়েছে। ফলে ৮০ মিনিটে ১-০ গোলে এগিয়ে থেকে ২-১ গোলে হেরে যাওয়া লেবাননের জন্য যথার্থ ফলাফল।

   

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের কাছে ২-১ গোলে হারের পর সিডারের সমর্থকরা নিঃসন্দেহে আবারও আশাহত হয়েছেন। স্টপেজ টাইমের দুটি গোল লেবাননের স্বপ্ন ভঙ্গ করেছিল। অনেক উপায়ে জাতীয় দলের দুর্দশা লেবাননের বর্তমান শোচনীয় পরিস্থিতিকে প্রতিফলিত করে। রাজনৈতিক বিভাজন এবং বিশৃঙ্খল পরিবেশে থাকা সমাজ, যা যে কোনও অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট।

এবারের AFC Asian Cup আসরে লেবানন অন্যতম সহজ গ্রুপে ছিল বলে অনেকে ধরে নিয়েছিলেন। ফলত লেবানন যে সেভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে সেটা একাংশের ভাবনার অতীত। একটিও ম্যাচ না জিতে টুর্নামেন্টে অভিযান শেষ করেছে লেবানন। গ্রুপ এ-এর ক্রম তালিকার শেষে অবস্থান করেছে লেবানন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular