জুলাইয়ের শেষের দিকে হয়তো সবুজ-মেরুন শিবিরে (ATK Mohun Bagan) যোগ দেবেন ফ্লোরেন্তিন পোগবা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে হয়তো অন্যতম আকর্ষণ হতে চলেছেন তিনি।
Advertisements
জানা যাচ্ছে ইতিমধ্যে পোগবা’র সাথে নিয়মিত ভাবে যোগাযোগ রাখা চলছে নিয়মিত ভাবে।তবে ক্লাবের শীর্ষ কর্তা দেবাশিস দত্তের বক্তব্য ওইদিন গোটা কলকাতার দলকেই আমন্ত্রণ জানানো হবে।এবং তাদের সকলকে এক জায়গায় আনার চেষ্টা চালানো হবে।
Advertisements
এদিন, এটিকে মোহনবাগান’কে অপেক্ষা করিয়ে রেখেছেন করিম আনসারিফার্ড।ইরানের এই তারকা স্ট্রাইকার’কে দলে পেতে অনেক আগেই চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল সবুজ মেরুন।কিন্তু এবিষয়ে এখনও কোনও রকম স্থায়ী সিদ্ধান্তে আসেননি, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সবুজ মেরুন’কে ।তাই দলের কোচ ফেরান্দোর নজর এখন ইউরোপে।এক্ষেত্রে ফ্রান্স অথবা স্পেনের কোনও স্ট্রাইকার’কে খেলতে দেখা যেতে পারে সবুজ মেরুন শিবির।


