জামশেদপুর সমর্থকদের উদ্দেশ্যে কী বললেন লাজার সির্কোভিচ?

খালিদ জামিলের তত্ত্বাবধানে গতবার যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের…

lazar-cirkovic-contract-extension-jamshedpur-fc

খালিদ জামিলের তত্ত্বাবধানে গতবার যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যেটা ব্যাপকভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। সেই জয়ের পরেই রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল একবারের শিল্ড জয়ীরা।

Advertisements

প্রথম লেগে যতই ম্যাচ এগিয়েছিল ততই আটকে যেতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।। যারফলে একটা সময় ব্যাপক প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ফের ছন্দ ফিরে পেয়েছিল একবারের শিল্ড জয়ীরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পরবর্তীতে ঘরের মাঠে মানোলো মার্কুয়েজের দলকে পরাজিত করার ফলে মনোবল অনেকটাই বেড়েছিল সকলের। অনায়াসেই দল উঠে এসেছিল সুপার সিক্সে।

   

জয়ের মধ্যে থাকায় দল সহজেই স্থান করে নিয়েছিল সেমিফাইনালে। কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল আইএসএলের এই দল। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল ইকের গ্যারেক্সোনাদের এফসি গোয়ার কাছে। যারফলে আসেনি চূড়ান্ত সাফল্য।

কিন্তু সেইসব কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই দলের। সেইমতো নিজেদের দলের এক বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছিল জামশেদপুর (Jamshedpur FC)।। তিনি লাজার সির্কোভিচ (Lazar Cirkovic)। অবশেষে দলের সঙ্গে যোগদান করেছেন এই বিদেশি ফুটবলার। মরসুম শুরু করার আগে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ” দলের জার্সিতে ফিরতে পেরে আমি যথেষ্ট খুশি। আমরা সকলেই জানি গত মরসুম আমাদের জন্য যথেষ্ট ভালো থেকেছে। তবে আমরা জানি আমরা চূড়ান্ত সাফল্য পাওয়ার দাবিদার। সেইমতো আমরা সকলেই চেষ্টা চালিয়ে যাবো। আপনারা সকলেই পাশে থাকুন।”