Mohammedan SC: শেষ বেলায় চমক, বিকাশ সিংকে ঘরে ফেরাল মহামেডান

কিছুদিন পরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। যেখানে ময়দানের তৃতীয় প্রধান হিসেবে অংশগ্রহণ করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।  সূচি অনুযায়ী আগামী…

Bikas Singh Sent Home by Mohammedan SC

কিছুদিন পরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। যেখানে ময়দানের তৃতীয় প্রধান হিসেবে অংশগ্রহণ করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।  সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। নয়া সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট দলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই ফুটবল দল। তাঁদের বিপক্ষে প্রথম লড়াই।

জয় পাওয়া যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। তাই অনেক আগে থেকেই দলের অধিকাংশ ফুটবলারদের নিয়ে অনুশীলন চালাচ্ছেন তিনি। উল্লেখ্য, গতবারের তুলনায় এবার বেশকিছু বদল এসেছে দলের অন্দরে। সাদা-কালো শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার। তবে সেখানেই শেষ নয়। দল বদলের বাজার থেকে শেষ বেলায় বিকাশ সিংকে সই করাল সাদা-কালো ব্রিগেড।

   

পূর্বে মহামেডানের হয়েই খেলেছিলেন এই ভারতীয় লেফট উইঙ্গার। জিতেছেন আইলিগ‌। তবে নয়া সিজনের জন্য তাঁকে কেরালা ব্লাস্টার্স পাঠায় ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু সেখান থেকেই এবার এক বছরের লোন ডিলে শহরে ফিরছেন বিকাশ। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে।

এছাড়াও এবার কার্লোস ফ্রাঙ্কা সহ অন্যান্য বিদেশিদের উপর বাড়তি নজর থাকবে সমর্থকদের। গতবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে সাদা-কালো ব্রিগেড। এবার চেরনিশভের কাঁধে ভর করে আইএসএলে সাফল্য পাওয়ার লক্ষ্য এই ফুটবল ক্লাবের।