সুনীল ছেত্রীর থেকেও রেকর্ডে এগিয়ে এই ভারতীয়!

ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী। তাঁর নামের সঙ্গে ইতিমধ্যে একাধিক রেকর্ড যুক্ত হয়েছে। আগামী দিনে ভারতের জাতীয় দলে সুনীল ছেত্রীর জুতোয় কে পা…

Lallianzuala Chhangte

ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী। তাঁর নামের সঙ্গে ইতিমধ্যে একাধিক রেকর্ড যুক্ত হয়েছে। আগামী দিনে ভারতের জাতীয় দলে সুনীল ছেত্রীর জুতোয় কে পা গলাবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। তবে এরই মধ্যে ছেত্রীর একটি রেকর্ড ভেঙেছেন ভারতেরই এক তরুণ ফুটবলার।

গত ২৯ এপ্রিল মুম্বই ফুটবল এরিনায় ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে ২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মুম্বই সিটি এফসি। গোয়ায় সেমিফাইনালের প্রথম লেগে এক গোলে এগিয়েছিল মুম্বই সিটি। দ্বিতীয় লেগে একপেশে ম্যাচে করা আরও দুটি গোল করে, ভাল লিড নিয়ে ফাইনালে প্রবেশ করেছে মুম্বই।

ম্যাচে মুম্বইয়ের হয়ে গোল করেন পেরেইরা দিয়াস ও লালিয়ানজুয়ালা ছাংতে। উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দুটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৯ মিনিটে পেরেইরা দিয়াস গোল করে দ্বিতীয় লেগে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় গোল আসে ৮৩ মিনিটে। বিক্রম প্রতাপ সিংয়ের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ছাংতে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এফসি গোয়াকে দুই গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বই সিটি।

Advertisements

গত ২৮ এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিতে ফাইনালে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৪ মে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ফাইনালে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান।

ফাইনালে ওঠার আগে রেকর্ড গড়েছেন মুম্বই সিটি এফসির ছাংতে। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের দুই মরসুমে করলেন দশটি করে গোল। এর আগে সুনীল ছেত্রী একটি ISL মরসুমে দশ বা তার বেশি গোল করার নজির গড়েছিলেন।