শনিবার মহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে সিএফএল প্রিমিয়ার ডিভিশনের চতুর্থ ম্যাচে এফসিআইকে ৪-২ গোলে হারায় মামনি ও আশিয়ানা পাঠচক্র। সাহিল হরিজনের হ্যাটট্রিক এবং বরুণ ওরাওঁর গোলে জয়লাভ করে পাঠচক্র।
এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আগামী মরসুমের সিএফএল প্রিমিয়ার ডিভিশনে পদোন্নতি পাওয়ার আশায় লড়াই চালাচ্ছে পাঠচক্র। গত কয়েক ম্যাচে তাদের কোচ তথা ভারতের প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক (Lalkamal Bhowmick) নিজে মাঠে নামছেন ফুটবলার হিসেবে। লালকমল ভৌমিক দলের শেষ দুটি ম্যাচে অংশ নিলেও পুরো সময়ের জন্য মাঠে থাকেননি। শনিবার তিনি প্রায় ২৫ মিনিট মাঠে ছিলেন।
পেশাদার ফুটবল কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন ভৌমিক। দলের স্বার্থে ফের মাঠে নেমেছেন বুট জোড়া পরে। দলে একাধিক প্রতিভাধর ফুটবলার থাকলেও অভিজ্ঞতা কম। এই জায়গায় বারবার মার খেয়েছে পাঠচক্র। প্রিমিয়ার ডিভিশন নিজেদের জায়গা পাকা করতে শেষ পর্যন্ত লালকমল নিজেই নেমেছেন মাঠে। কথা আছে, ক্লাস ইজ পার্মানেন্ট। ভৌমিক নিজের সেরা সময় পিছনে ফেলে এসেছেন। তবুও রয়ে গিয়েছে তার স্কিল। বল পেলে এখনো বাড়াতে পারেন প্রতিপক্ষের ডিফেন্স চেরা পাস। আর সেখান থেকে তৈরি হচ্ছে আক্রমণ। আরও বেশি করে গোল করার সুযোগ পাচ্ছেন সাহিল হরিজনরা।
সিএফএল প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন জোনের অন্যান্য ম্যাচগুলির মধ্যে জর্জ টেলিগ্রাফ পশ্চিমবঙ্গ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে গোল করেন অমিত কেক্কা (২), রাজেন ওরাও (২) ও জয় প্রধান। অপর ম্যাচে ইস্টার্ন রেলওয়ে ও সিএফসি ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। পুলিশ এসি ও ডালহৌসি এসি ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।