I-League 2025: হায়দরাবাদ থেকে আইলিগের এই ক্লাবে যোগ দিলেন লালছনহিমা

গত সিজনটা খুব একটা ভালো ছিল না আইজল এফসির। দাপটের সাথে আইলিগ (I-League 2025) শুরু করলেও সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে শুরু করেছিল মিজোরামের…

Lalchhanhima Sailo

গত সিজনটা খুব একটা ভালো ছিল না আইজল এফসির। দাপটের সাথে আইলিগ (I-League 2025) শুরু করলেও সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে শুরু করেছিল মিজোরামের এই ফুটবল দল। যারফলে সেবার গতবার লিগ টেবিলের দশ নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছিল আইজল। কিন্তু সেই হতাশা ভুলে নতুন মরসুম থেকে ছন্দে ফেরার লক্ষ্য থাকলেও সেটা খুব একটা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যা নিঃসন্দেহে হতাশা করেছে ম্যানেজমেন্টকে। সেজন্য এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনার লক্ষ্য ছিল আইলিগ জয়ী এই ফুটবল দলের।

   

এবার ডেম্পোর সঙ্গে অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে জয় আসলেও বজায় থাকেনি সেই ছন্দ। বর্তমানে দশটি ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে আইজল এফসি। যার মধ্যে দুইটি জয়ের পাশাপাশি রয়েছে তিনটি ড্র এবং পাঁচটি হার রয়েছে পাহাড়ের এই ফুটবল দলের। এমন পারফরম্যান্স নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে দল বদলের শেষ বাজারে বেশকিছু ফুটবলারদের দলে টেনে সকলকে চমক দেওয়াই এখন প্রধান লক্ষ্য আইজল এফসির।

এক্ষেত্রে এবার এক ভারতীয় মিডফিল্ডারকে দলে টানল এই ফুটবল ক্লাব। তিনি লালছনহিমা সাইলো। বছর কয়েক আগে পাহাড়ের এই ফুটবল ক্লাব থেকেই হায়দরাবাদ এফসিতে সই করেছিলেন বছর একুশের এই মিডিয়া। গত মরসুমে নিজামের শহরের এই দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেললেও চলতি সিজনে খুব একটা সুযোগ পাননি এই ভারতীয় মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই তাঁকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেইমতো তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছিল একাধিক দল। শেষ পর্যন্ত তাঁকে পুরনো দলেই পাঠানোর সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট।

যারফলে বাকি ফুটবল মরসুমের জন্য লোন চুক্তিতে আইজলেই খেলবেন সাইলো। সেক্ষেত্রে নিজের পুরনো ছন্দে আদৌও কতটা ফিরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।