World Badminton: বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ উত্তরাখণ্ডের লক্ষ্য সেন

দুরন্ত পারফর্ম করে গত মরসুমে ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন (World Badminton) হন উত্তরাখণ্ডের ছেলে লক্ষ্য সেন । তারপর আবার জার্মান ওপেনের ফাইনালে উঠেছিলেন। অল ইংল্যান্ড ওপেনেরও…

Lakshya Sen

short-samachar

দুরন্ত পারফর্ম করে গত মরসুমে ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন (World Badminton) হন উত্তরাখণ্ডের ছেলে লক্ষ্য সেন । তারপর আবার জার্মান ওপেনের ফাইনালে উঠেছিলেন। অল ইংল্যান্ড ওপেনেরও ফাইনালে পা দিয়েছিলেন লক্ষ্য। ২০ বছরের সেই ভারতীয় শাটলারই এ বার বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৯ পৌঁছলেন।  প্রাপ্ত পয়েন্ট ৭৪,৭৮৬। 

   

জুনিয়র বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রাক্তন এক নম্বর লক্ষ্য এখন ভারতীয় পুরুষ সিঙ্গলস খেলোয়াড়দের মধ্যে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি পিছনে ফেলেছেন প্রাক্তন বিশ্বসেরা কিদম্বি শ্রীকান্তকেও। তিনি রয়েছেন ১২ নম্বরে। সিঙ্গাপুরের বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউকে টপকে গেলেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে যখন নেমেছিলেন, তখন লক্ষ্যর ব়্যাঙ্কিং ছিল ১২। নতুন ক্রমপর্যায় ধরলে তিন ধাপ উপরে উঠলেন তিনি। প্রথম দশে ভারতের আর কোনও শাটলার নেই।লক্ষ্যর উত্থান নিশ্চিত ভাবেই চমকে দেওয়ার মতোই।

বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষ্য জানিয়েছেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে ভিক্টর অ্যাক্সেলসেনের মতো তারকার বিরুদ্ধে খেলেছি। তারও আগে খেলেছি কেন্তো মোমোতা বা কেন্তা সুকামোতোর মতো বড়মাপের খেলোয়াড়দের বিরুদ্ধে। ওই ম্যাচগুলো আমাকে এই বিশ্বাস দিয়েছে যে, এদেরকেও হারানো সম্ভব। এই ছন্দটা পরের অলিম্পিক্স পর্যন্ত ধরে রাখতেই হবে আমাকে। লক্ষ্য জানিয়েছেন, করোনা অতিমারির সময়ে বেশ কয়েকটি প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছিলেন, যা তাঁর মানসিকতায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিল।