লা লিগা খেলা ফুটবলারের ATK মোহনবাগানে খেলার সম্ভাবনা

Alvaro Vazquez

এফসি গোয়ার ফরোয়ার্ড আলভারো ভাজকুয়েজের (Alvaro Vazquez) মোহনবাগানে (ATK Mohun Bagan) খেলার সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছে।গোয়ার হয়ে ৭ ম্যাচে ১ গোল করা আলভারোর এজেন্টের সঙ্গে কথাবার্তা এগিয়েছে এমনটাই সূত্রে খবর।

Advertisements

স্প্যানিশ এই স্ট্রাইকার নিয়ে ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো আগ্রহী এমনটা শোনা যাচ্ছে। স্প্যানিশ স্ট্রাইকার লা লিগা এবং প্রিমিয়ার লীগে খেলেছে।ভাজকুয়েজ ২০২১-২২ মরসুমের আগে কেরালা ব্লাস্টার্স এফসি-তে যোগ দিয়েছিলেন এবং ফাইনালে পৌঁছানোর সাথে সাথে ক্লাবের হয়ে যৌথভাবে শীর্ষ স্কোরার ছিলেন।

   

স্প্যানিয়ার্ড এই ফুটবলার স্পেনের অনূর্ধ্ব -২৩ দলের সদস্য ছিল।৩১ বছরের ভাজকুয়েজ এফসি গোয়ার প্রায় প্রতি ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেয়েছে।এসপ্যানিয়লের অনূর্ধ্ব -১৯ দলে যুব কেরিয়ার শুরু করে বেশিরভাগ সময়টা এই ক্লাবেই কেটেছে তার।

সূত্রে খবর,ইতিমধ্যে ATKমোহনবাগান আলভারো ভাজকুয়েজের এজেন্টের সঙ্গে কথা বলেছে,২০২৪ সালের ৩১ মে পর্যন্ত
ভাজকুয়েজ এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements