Tenpin: তেনপিনে সেরা কুনাল, রানার্স বিকাশ

সম্প্রতি শেষ হল বেঙ্গল তেনপিন বোলিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য তেনপিন বোলিং চ্যাম্পিনশিপ। চলতি বছর এই প্রতিযোগিতার মুকুট উঠল কুনাল দুজারির মাথায়। টুর্নামেন্টের রানার্স আপ বিকাশ আগরওয়াল।

ফাইনালে দুরন্ত পারফর্ম করেন কুনাল। বিকাশের থেকে প্রথম গেমে ৩৪ পয়েন্টে এগিয়ে যান তিনি। দ্বিতীয় গেমে ম্যাচে ফেরার চেষ্টা করেন বিকাশ। কিন্তু কুনালকে হারানোর জন্য যথেষ্ট লড়াই তিনি দিতে পারেননি। ফলস্বরূপ ৩৬৭-৩৩৯ পিনফলে ম্যাচ জিতে নেন কুনাল। এই প্রতিযোগিতার ছয়টি গেমে ১৮৮.১৭ গড়ে মোট ১১২৯টি ব্লক করেন কুনাল। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। সেরা প্রতিভাবান তারকার পুরস্কার জিতেছেন বরুণ মুসাদি।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন