Kuldeep Yadav: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন কুলদীপ

kuldeep yadav

ধর্মশালা টেস্টে ফর্মে কুলদীপ যাদব (Kuldeep Yadav) । কুলদীপের স্পিনের ফাঁসে আটকা পড়লে ইংলিশ ব্যাটসম্যানরা। টেস্ট ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ উইকেট নিলেন কুলদীপ।

প্রথমে ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটসম্যানকে আউট করেন তিনি। এরপর নিজের পঞ্চম উইকেট হিসেবে তুলে নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেট। এর আগে জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরৎ পাঁঠিয়ে ৫০ উইকেটের মাইল ফলক অতিক্রম করেছিলেন কুলদীপ যাদব। জনি বেয়ারস্টোকে আউট করে এই ম্যাচের চতুর্থ ও টেস্ট ক্যারিয়ারের ৫০ টি উইকেট পূর্ণ করেন। স্টোকসের উইকেটটি ছিল তাঁর ক্যারিয়ারের ৫১তম উইকেট। টেস্ট ক্রিকেটে তাঁর গড় বেশ ভালো। প্রায় ১২ গড়ে ৫১টি টেস্ট উইকেট পূর্ণ করেছেন কুলদীপ যাদব। সামনে এখন দীর্ঘ টেস্ট ক্যারিয়ার।

   

এক সময় ১৭৫ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড দল। এরপর কুলদীপ, জাদেজা ও অশ্বিন ত্রয়ী মিলে ৮ রানের মধ্যে পাঁচ ইংরেজ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৮৩ রান করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৬৪ রান তোলেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। এরপর আর কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের বিরুদ্ধে টিকতে পারেননি। ৭৯ রানের ইনিংস খেলা একমাত্র সফল ব্যাটসম্যান হিসেবে প্রমাণিত হয়েছেন ক্রলি।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বলা হচ্ছিল, এই মাঠে ফাস্ট বোলাররা সাহায্য পেতে পারেন। কিন্তু কাজের কাজ করে দেখালেন ভারতীয় স্পিনাররা। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১০০। এরপর চা বিরতি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন