মেসির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের পর আবেগঘন বার্তা চায়নাম্যান স্পিনারের

kuldeep-yadav-opens-up-on-meeting-lionel-messi-india-goat-tour-2025

ভারতীয় ক্রিকেটের স্পিন জাদুকর কুলদীপ যাদবের কাছে এটি শুধুই এক সাক্ষাৎ নয়, বরং স্বপ্নপূরণের মুহূর্ত। আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে দেখা করার অভিজ্ঞতা সম্প্রতি প্রকাশ্যে ভাগ করে নিয়েছেন কুলদীপ (Kuldeep Yadav)। ইতিমধ্যেই ক্রীড়া মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এভারেস্টের দেশে মশাল-কন্যাদের সাফ জয়

   

মেসির ‘GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫’ অংশ হিসেবে দিল্লি সফরের সময় কুলদীপ যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এই বিশেষ মুহূর্তে মেসির কাছ থেকে একটি স্বাক্ষর করা জার্সি উপহার পান কুলদীপ, আর বিনিময়ে ভারতীয় স্পিনার মেসিকে উপহার দেন একটি ক্রিকেট ব্যাট। দুই ভিন্ন খেলাধুলার দুই তারকার এই সৌহার্দ্যপূর্ণ আদান-প্রদান অনুরাগীদের মন জয় করেছে।

ফুটবলের বড় অনুরাগী কুলদীপ যাদব দীর্ঘদিন ধরেই এফসি বার্সেলোনার সমর্থক, যে ক্লাবের হয়ে বছরের পর বছর জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম কুলদীপ লিখেছেন, “Hay un lenguaje que compartimos, se llama ‘Controlar el balon’ — Idolo.”অর্থাৎ, “আমাদের মধ্যে একটি ভাষা আছে, তার নাম বল নিয়ন্ত্রণ- ইদোলো।” এই একটি বাক্যেই ফুটবল ও ক্রিকেটের মিল খুঁজে পেয়েছেন কুলদীপ।

চার শহরের এই ‘GOAT ট্যুর’র সূচনা হয় কলকাতা থেকে। এরপর মেসি ও তাঁর সতীর্থরা হায়দরাবাদ, মুম্বই হয়ে ১৫ ডিসেম্বর পৌঁছান দিল্লিতে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) চেয়ারম্যান জয় শাহ মেসি, রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেন।

এই অনুষ্ঠানে মেসিকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি, সুয়ারেজ পান ৯ নম্বর এবং ডি পলকে দেওয়া হয় ৭ নম্বর।’ প্রত্যেকটির পেছনেই ছিল তাঁদের নাম। দিল্লিতে অবস্থানকালে মেসি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (DDCA) সভাপতি রোহান জেটলির সঙ্গেও সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জয় শাহের পক্ষ থেকে মেসিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার আমন্ত্রণ এবং প্রতীকী টিকিট প্রদান। ক্রিকেট ও ফুটবলের এই মেলবন্ধন দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। ভারত সফরের শেষ পর্বে মেসি গুজরাটের জামনগরে যান, যেখানে তিনি অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণ সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ‘ভান্তারা’ পরিদর্শন করেন। এরপর মঙ্গলবার তিনি ভারত ছাড়েন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন