India vs Pakistan : ‘জিততেই হবে..!’, ভারত-পাক ম্যাচ নিয়ে কড়া বার্তা কুলদীপের কোচের

১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। উপমহাদেশীয় ক্রিকেটপ্রেমীদের…

Kuldeep Yadav Coach comment on India vs Pakistan clash in Asia Cup 2025 preview to squad

১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। উপমহাদেশীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ শুধুমাত্র খেলা নয়, বরং আবেগ, ইতিহাস এবং সম্মানের লড়াই। ভারতীয় সময় সন্ধ্যা ৮টা (IST) থেকে শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ ছুঁয়েছে চরমে।

Asia Cup Final : এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত, প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র

   

রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ম্যাচ অনুষ্ঠিত

চলতি বছরে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পরবর্তীকালে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’র প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বহু সমালোচনা এবং বিরোধিতা সত্ত্বেও ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। তবে সমর্থকদের ক্ষোভের মাঝেও দুই দেশের ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল।

India vs Pakistan : ভারত বনাম পাক ম্যাচ বিনামূল্যে কোথায় দেখবেন? রইল সম্ভাব্য একাদশ

কুলদীপ যাদবের কোচের বার্তা: “জিততেই হবে”

ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবের (Kuldeep Yadav) শৈশবের কোচ কপিল পান্ডে ANIকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই ম্যাচ খেলার মধ্যেই একপ্রকার চাপ তৈরি হয়। কারণ এই ম্যাচ আমরা কোনও ভাবেই হারতে পারি না। শতভাগ জয়ের মানসিকতা নিয়েই নামতে হবে। পাকিস্তান কোনও ‘হৌয়া’ নয়, সাধারণ ম্যাচ হিসেবেই খেলতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দল এই মুহূর্তে একত্রিত এবং সংহত। সরকারের মতোই আমরা মাঠেও শক্ত জবাব দেব। ব্যাটসম্যানদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং প্রথমে ব্যাট করলে ২৫০ রান স্কোর করতে হবে।”

Advertisements

ভারতীয় স্কোয়াড: তরুণদের উপর ভরসা

ভারতের এই স্কোয়াডে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিরা না থাকলেও, বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমন গিল। এছাড়াও রয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ।

India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের

বোলিং বিভাগে কুলদীপ, বুমরাহ ও বরুণ চক্রবর্তীর ত্রিমুখী আক্রমণে ভরসা রাখছে টিম ইন্ডিয়া। কপিল পান্ডের মতে, “আমাদের ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ভারসাম্য আছে। UAE বিরুদ্ধে কুলদীপ মাত্র সাত রানে চার উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিল। একই পারফরম্যান্স পাকিস্তানের বিরুদ্ধেও দরকার।”

দু’দলের পারফরম্যান্স

ভারত টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতকে নয় উইকেটে হারিয়ে। অপরদিকে পাকিস্তান ৯৩ রানে পরাজিত করেছে ওমানকে। দুই দলই নিজেদের আত্মবিশ্বাসে পূর্ণ, তবে একে অপরের মুখোমুখি হলে চাপের পরিমাণ বেড়ে যায় বহুগুণ।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ের মাটিতে শুধুই ব্যাট-বলের লড়াই হবে না, হবে জাতীয় গর্ব, আবেগ ও সাহসিকতার এক অগ্নিপরীক্ষা। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক চোখ রাখবে সেই ম্যাচে, যেখানে ক্রিকেট শুধু খেলা নয়, এক যুদ্ধ।

Kuldeep Yadav Coach comment on India vs Pakistan clash in Asia Cup 2025 preview to squad