নতুন বছর শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। হায়দরাবাদ এফসি থেকে শুরু করে একের পর এক শক্তিশালী দল গুলিকে পরাজিত করে সুপার কাপের সেমিফাইনালে উঠে আসে ময়দানের এই প্রধান। সেখানে তারা পরাজিত করে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে। তারপর ফাইনাল ম্যাচ।
সেই ম্যাচ জিততে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করার ক্ষেত্রে একেবারে নাস্তানাবুদ অবস্থা দেখা দিয়েছিল ক্লেটনদের। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল অমীমাংসিত থাকলেও পরবর্তীতে অতিরিক্ত সময় গোল করে দলের ট্রফি নিশ্চিত করেন লাল- হলুদের ব্রাজিলিয়ান তারকা।
তবে আইএসএলের দ্বিতীয় লীগের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে ছাড়তে হয়েছিল তাদের। যা নিয়ে খুব একটা খুশি ছিলেন না কুয়াদ্রাত। তাই আজকের এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। পূর্বেও নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল।
এবার পুনরায় জয় ছিনিয়ে নেওয়ার পালা তাদের। এই ম্যাচেও সৌভিক চক্রবর্তীকে না পাওয়া গেলেও ফুটবলারদের সঙ্গে নিয়েই জয় আনতে চাইছেন তিনি। সেক্ষেত্রে আজও তাদের নজর থাকবে ক্লেটন সিলভা থেকে শুরু করে নন্দকুমারের দিকে।
ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেন, আমরা আমাদের পরিকল্পনা বজায় রাখবো। আমাদের আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। তবে আর ড্র করলে চলবে না। ভালো রেফারিংয়ের পাশাপাশি আমাদেরও ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। দলের ফুটবলাররা যথেষ্ট ভালো খেলছে। তাছাড়া আমরা দুটো ফাইনাল খেলেছি। একটিতে আমরা চ্যাম্পিয়ন। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আইএসএলে আমাদের পয়েন্ট আরো বেশি হতে পারতো।