গত আইএসএলে অন্যতম শক্তিশালী দল হিসেবে উঠে এসেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল সুনীল ব্রিগেড। এমনকি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অতি সহজেই এসেছিল জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে দিয়েছিল সকল পরিসংখ্যান। সেই সুবাদে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা।
Also Read | সুপ্রিম-নির্দেশে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
কিন্তু ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বাগান শিবির। সেই হতাশা কাটিয়ে এবারের এই নতুন সিজনে সাফল্য পাওয়ার পরিকল্পনা ছিল জিন্দালের এই ফুটবল দলের। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলে চূড়ান্ত করতে শুরু করেছিল একবারের আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু এবারের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে গত কয়েক মাস থেকেই দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। যারফলে নিজেদের কার্যক্রমে নিষ্ক্রিয়তা দেখিয়েছিল বেঙ্গালুরু শিবির।
Also Read | আদ্রিয়ান লুনার দিকে নজর এবার পাঞ্জাবের?
এমনকি ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে চুক্তির উপর স্থগিতাদেশ ও নামিয়ে এনেছিল ম্যানেজমেন্ট। তবে সময়ের সাথে সাথেই বদলেছে গোটা পরিস্থিতি। যারফলে আবার ও আগের মতো করে খেলোয়াড়দের বেতন চালু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আসন্ন সুপার কাপের জন্য নিজেদের পরিকল্পনা ও সাজাতে শুরু করেছে জেরার্ড জারাগোজার দল। তবে গত কয়েকদিন আগেই দলকে বিদায় জানিয়েছেন গোলরক্ষক কোচ তথা কনস্ট্যান্টাইন গুগুনাভা। নিজেদের সোশ্যাল সাইটে তাঁর ছবি আপলোড করে লেখা হয়েছিল “গোলরক্ষক কোচ কোট গুগুনাভা বিএফসি পরিবারকে বিদায় জানিয়েছেন, এবং আমরা তাঁর জন্য আগামী দিনের শুভকামনা করছি।”
কিন্তু কোথায় যোগদান করতে পারেন তিনি। শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে ইউরোপের প্রথম ডিভিশনের এক ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন এই বিদেশি ম্যানেজার। খুব শীঘ্রই হয়তো জানা যাবে তাঁর নতুন দলের যোগদানের বিষয়টি।