The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

বাড়ল জল্পনা। দল ছাড়লেন মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার কোমরন তুরসুনভ (Komron Tursunov)। সোশ্যাল মিডিয়ায় লিখেলেন ‘দি এন্ড’।     আই লিগের দল গোকুলাম কেরালা এফসির সঙ্গে…

Komron Tursunov left gokulam kerala

বাড়ল জল্পনা। দল ছাড়লেন মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার কোমরন তুরসুনভ (Komron Tursunov)। সোশ্যাল মিডিয়ায় লিখেলেন ‘দি এন্ড’।

   

আই লিগের দল গোকুলাম কেরালা এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কোমরন তুরসুনভ। দল ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) জার্সি পরা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সমাপ্ত। চলে যাওয়াটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি শুধু বলতে চাই, সবকিছুর জন্য ধন্যবাদ।’

Shankar Oraon: এখন কী করছেন শঙ্কর ওরাওঁ? জেনে নিন

২০১৯-২০ মরসুমে বয়সে তরুণ তাজিকিস্তানের এই ফরোয়ার্ডকে নিয়ে এসেছিল মোহনবাগান। প্রথম একাদশের নিয়মিত ফুটবলার না হলেও দলের প্রয়োজনে বহুবার মাঠে নেমেছিলেন কোমরন। সবুজ মেরুন জার্সি পরে করেছেন একাধিক গোল। প্রতিপক্ষের গোলের সামনে উঠতি ফুটবলারের প্রতিভা ফুটবল প্রেমী সহ ভারতের অন্যান্য ক্লাবের নজর এড়ায়নি। যার ফলে ভারতীয় ফুটবলের একাধিক ক্লাবে সুযোগ পেয়েছেন তিনি।

 

CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে

কোমরন তুরসুনভকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে সম্প্রতি। তিনি দল বদল করতে পারেন বলে আগেই আঁচ করা গিয়েছিল। এমনটাও দাবি করা হচ্ছিল, ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। তবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোমরন তুরসুনভ আগামী দিনে আদৌ ভারতীয় কোনো ক্লাবের হয়েই খেলেন কি না সেটা হবে দেখার বিষয়।