আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব সাদা-কালো ফুটবলাররা

বর্তমানে আরজি কর কাণ্ড (RG Kar Rape-Murder Case) নিয়ে তোলপাড় গোটা দেশ। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে কলকাতা ময়দানে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে একজোট হয়েছে ময়দানের…

Kolkata RG Kar Rape-Murder Case Mohammedan SC Footballers Join Protest

বর্তমানে আরজি কর কাণ্ড (RG Kar Rape-Murder Case) নিয়ে তোলপাড় গোটা দেশ। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে কলকাতা ময়দানে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে একজোট হয়েছে ময়দানের দুই প্রধানের সমর্থকরা। গত রবিবার যার প্রভাব দেখা গিয়েছে যুবভারতী সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে। এবার সেই ছোঁয়া লাগলো কলকাতা ফুটবল লিগে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এরিয়ান ক্লাবের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হাকিম সেগেন্ডোর ছেলেরা। যারফলে সুপার সিক্সের আশা টিকিয়ে রাখল ময়দানের এই তৃতীয় প্রধান। একটা সময় পিছিয়ে যেতে হলেও পরবর্তীতে ইসরাফিল দেওয়ানদের অনবদ্য পারফরম্যান্সে কার্যত মাথা নত করতে হয় এরিয়ান ফুটবল ক্লাবকে।

   

যারফলে নিজেদের গ্ৰুপের তিন নম্বরে উঠে আসলো ব্ল্যাক প্যান্থার্সরা। তাঁদের উপরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি এবং সুরুচি সংঘ। ম্যাচের পরেই আরজি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ করতে দেখা যায় সাদা-কালো দলের বেশ কয়েকজন ফুটবলারদের।

এক্ষেত্রে ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা একটি জার্সি তুলে ধরেন মহীতোষ রায় ও ইসরাফিল। স্বাভাবিকভাবেই তা নজর কাড়ে মাঠে উপস্থিত থাকা সমর্থকদের।