Kolkata Police: ভারত-পাক ম্যাচে জমজমাট জুয়োর আসরে পুলিশের অভিযান

Betting on India-Pakistan Matches

পুলিশের চোখে ধুলো দিতে এবার গাড়িতে বসেই বেটিং।ভারত পাক ম্যাচ নিয়ে শহরে বেটিং চক্র। দুজনকে গ্রেফতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের (Kolkata Police)। উদ্ধার একাধিক ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট।

গতকাল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ছিল। এই খেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে বহু বেটিং চক্র। এর আগে নজরে আসত কোনও হোটেলের মধ্যে বা কোনও বাড়িতে সেটআপ করে বেটিং কর্মকাণ্ড। তবে এবার অসাধু ব্যক্তিদের অভিনব প্রক্রিয়া। গাড়ির মধ্যেই তৈরি করে ফেলেছে এক আস্ত বেটিং চক্রের আস্তানা।

   

এই বেটিং চক্র কোনও একটি জায়গায় স্থায়ী ভাবে ছিল না। ঘনঘন পরিবর্তন করছিল তাদের স্থান। এই দেখেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে চলছিল বেটিং চক্র। সুমিত সিং, সত্যেন্দ্র যাদবকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি।

গতকাল ভারত পাক ম্যাচ নিয়ে গোটা কলকাতার শহর জুড়ে বেটিং চক্র সরব হয়ে উঠেছিল। সেই হেতু দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই দুই ব্যক্তি গাড়ির মধ্যে বসে বহু মোবাইল এবং বিভিন্ন গেজেটের মাধ্যমে চালাচ্ছিল একটি বেটিং চক্র। শুধুমাত্র কলকাতা নয় বরং গোটা রাজ্য থেকে শুরু করে দেশ যেখানে চলছে এই অসাধু ব্যক্তিদের বেটিংচক্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন