Home West Bengal Kolkata City Kolkata Police: ডার্বির টিকিট ব্ল্যাকের অভিযোগে গ্রেফতার ৪

Kolkata Police: ডার্বির টিকিট ব্ল্যাকের অভিযোগে গ্রেফতার ৪

Kolkata Police Arrest

ডার্বি ম্যাচের টিকিট বেআইনিভাবে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার কলকাতা পুলিশের (Kolkata Police)। ধৃতদের কাছ থেকে উদ্ধার মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু টিকিট।

Advertisements

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল নিয়ে রাজ্যজুড়ে টানটান উত্তেজনা। কত আগে টিকিট নিয়ে গ্যালারীতে বসে দেখা যাবে ম্যাচ। তাই তো সবাই ছুটছে টিকিট নিতে। যে কোনও ক্রমে লাগবেই টিকিট। স্বচক্ষে বসে দেখতেই হবে খেলা।

   

বাঙালির রক্তে রক্তে কোথাও মোহনবাগান কোথাও বা ইস্টবেঙ্গল। তবে ভক্তদের এই উন্মাদনার সুযোগ নিয়েছেন বেশ কিছু অসাধু ব্যক্তিরা। এই সুযোগে ব্ল্যাকে বিক্রি হচ্ছে একাধিক টিকিট।

তবে সজাগ কলকাতা পুলিশও। চারজন ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে গিয়ে ধরেছে কলকাতা পুলিশ। তাদের গ্রেফতার করা হয়েছে। এবং উদ্ধার হয়েছে বহু সংখ্যক টিকিট। এর পরে এই ঘটনা যেন আবার না ঘটে তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

Advertisements