IPL2025: আশঙ্কায় বৈভব! এই তিন বোলারকে দলে নিতে প্রস্তুত কেকেআর

গৌতম গম্ভীর নেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচও এই মুহূর্তে দলের বাইরে। এছাড়াও দলের মূল কান্ডারী অভিষেক নায়ারও চলে এসেছেন ভারতীয় দলের মধ্যে। সব মিলিয়ে বিগত আইপিএল চ্যাম্পিয়ন…

short-samachar

গৌতম গম্ভীর নেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচও এই মুহূর্তে দলের বাইরে। এছাড়াও দলের মূল কান্ডারী অভিষেক নায়ারও চলে এসেছেন ভারতীয় দলের মধ্যে। সব মিলিয়ে বিগত আইপিএল চ্যাম্পিয়ন হয়েও বেশ বিপাকে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও দলের পেস ব্যাটারির প্রধান অস্ত্র বৈভব আরোরাও বেশ কিছুদিন আগেই চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন।

   

তাই ব্যাটিংয়ের পর বোলিং বিভাগেও নিজেদের দলকে একধাপ এগিয়ে রাখতে উঠেপড়ে নেমেছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে চলতি দলীপ ট্রফি এবং দিল্লি প্রিমিয়ার লীগের বেশ কিছু বোলারকে সামনের আইপিএল (IPL2025) নিলামে দলে নিতে চায় শাহরুখ খানের দল।

চলতি দলীপ ট্রফিকে পাখির চোখ করছেন অনেক ভারতীয় ক্রিকেটাররা। চলতি বাংলাদেশ সিরিজে জায়গা না পেলেও বেশ কিছু বোলাররা নিজেদের পারফম্যান্সে চমকে দিয়েছেন সমগ্র ভারতীয় ক্রিকেটমহলকে। দেশের নির্বাচকদের পাশাপাশি এই সিরিজে নজর রেখেছেন প্রত্যেক আইপিএল দলের কর্মকর্তারাও। বাদ যাননি কলকাতা নাইট দলের কর্ণধার শাহরুখ খানও। বিশেষ কিছু সূত্র মারফৎ জানা যাচ্ছে যে দলের বিশেষ কর্মকতা নাথান লিমনকে নিয়ে নিজ বাড়িতে গতকাল দীর্ঘ বৈঠক করেন কিং খান। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানও।

IPL 2025: নিশ্চিত রাহুলের বিদায়! এই ৫ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে LSG

এবছর দলীপে সব থেকে ভালো ফর্মে রয়েছেন নভদীপ সাইনি। ইন্ডিয়া বি দলের প্রথম শ্রেণীর ক্রিকেটে গোটা ক্যারিয়ারে নিজের সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। এছাড়াও রবিবার ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে অন্বন্তপুরে আট উইকেট নিয়ে একাই শেষ করেন শ্রেয়স আইয়ারের দলকে। তাই নভদীপকে ঘিরে দুর্বলতা তৈরি হয়েছে কেকেআরের অন্দর মহলে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিয়মিত খেলেন নভদীপ। শোনা যাচ্ছে নভদীপকে ছেড়ে দিতে পারে সঞ্জু স্যামসনের দল। তাই সব ঠিক থাকলে বৈভব অরোরার বিকল্প হিসাবে তাঁর জন্য ঝাঁপাতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

নভদীপের্ পাশাপাশি দলীপের প্রথম পর্বে হাত ঘুরিয়ে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন রাজস্থানের হয়ে রঞ্জি খেলা মানব সুথার। যদিও মানব বর্তমানে কোন আইপিএল দলের হয়ে মাঠে নামেননি। আর গত ১৩ বছর ধরে আইপিএলের ইতিহাসে স্পিনারদের ডিপার্টমেন্টে বেশ সফল হয়েছে কলকাতা দল। সুনীল নারিন , বরুণ চক্রবর্তী প্রমুখ স্পিনাররা কলকাতা দলের হয়ে খেলেই লাইমলাইটের আলোয় এসেছেন। তাই মানব কলকাতার লিস্টে অবশ্যই রয়েছেন। এছাড়াও বিজয় কুমার বিশাখকেও বৈভবের জায়গায় ভেবে রাখছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়া সি দলের হয়ে চলতি দলীপে বেশ ভালো বল করেছেন তিনি। তাই তাঁকেও আগামী আইপিএলে নিতে পারে কেকেআর (IPL2025) ম্যানেজমেন্ট।