সুখবর! ফুটবল ম্যাচের দিন বিশেষ পরিষেবা দেবে মেট্রোরেল

দিনকয়েক আগেই শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। যেখানে এই প্রথমবার একসাথে প্রথম ডিভিশন লিগে অংশ নিচ্ছে ময়দানের তিন প্রধান। গত কয়েক বছর ধরেই…

Kolkata Metrorail to Offer Special Services on Football Match Days for Fans

দিনকয়েক আগেই শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। যেখানে এই প্রথমবার একসাথে প্রথম ডিভিশন লিগে অংশ নিচ্ছে ময়দানের তিন প্রধান। গত কয়েক বছর ধরেই আইএসএলে অংশগ্রহণ করে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ ফুটবল মরসুমে একের পর এক দলকে টেক্কা দিয়ে আইলিগ জয় করেছিল ময়দানের এই প্রধান। সেই সুবাদেই এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে এই ফুটবল ক্লাব।

   

বর্তমানে এই টুর্নামেন্টের একটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি ক্লাব। যেখানে প্রথম ম্যাচেই শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও‌ ড্র করেছে মোহনবাগান। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেও পরাজিত হতে হয় ইস্টবেঙ্গল ফুটবল দলকে। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে পরাজিত হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের আটকে যেতে হয় এবারের ডুরান্ড কাপ জয়ী দল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। আগামী ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য সকলের।

এসবের মাঝেই বাংলার ফুটবল সমর্থকদের কথা মাথায় রেখে নয়া ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metrorail)। সেই অনুযায়ী এবার ম্যাচ দেখে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা হবে না সমর্থকদের। হিসাব অনুযায়ী আইএসএল হোক কিংবা এএফসি। অধিকাংশ ক্ষেত্রেই সন্ধ্যা থেকে শুরু হয় সেই সমস্ত ম্যাচ। যারফলে পরবর্তীতে বাড়ি ফিরতে‌ সমস্যার মুখে পড়তে হয় সকলকে। সেইকথা মাথায় রেখেই অতিরিক্ত মেট্রো পরিসেবা চালু করার সিদ্ধান্ত নিল কতৃপক্ষ। যারফলে বেশকিছু দিন রাত ১০ বেজে ১৫ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। সেক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামের পাশাপাশি ফুলবাগান হয়ে শিয়ালদহ শাখায় আসবে মেট্রো।

ঘোষণা অনুযায়ী আগামী ২৩শে সেপ্টেম্বর, ২৭ শে সেপ্টেম্বর, ৫ই অক্টোবর, ১৯শে অক্টোবর, ৯ই নভেম্বর,২৩শে নভেম্বর, ২৯ নভেম্বর, ৩০শে নভেম্বর, সহ ১২,১৪,১৭ ও ২১ ডিসেম্বর পর্যন্ত মিলবে এই পরিষেবা।