Sunday, December 7, 2025
HomeSports NewsIPL 2024: W, W, W...মুম্বই ইন্ডিয়ান্সকে ঠান্ডা করলেন মিচেল স্টার্ক

IPL 2024: W, W, W…মুম্বই ইন্ডিয়ান্সকে ঠান্ডা করলেন মিচেল স্টার্ক

- Advertisement -

আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্সকে ২৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের প্লে অফে ওঠার আশা প্রায় শেষ করে দিয়েছে এই ম্যাচ। অন্য দিকে কেকেআরের খাতায় রয়েছে ১৪ পয়েন্ট। শ্রেয়স আইয়ারের দল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্লে অফের যোগ্যতা অর্জনের দ্বারপ্রান্তে। -০.৩৫৬ নেট রান রেট নিয়ে নবম স্থানে রয়েছে মুম্বই। এদিনের ম্যাচে নজর কাড়লেন মিচেল স্টার্ক।

Advertisements

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি মুম্বই। পাওয়ার প্লেতে ৪৬ রানে তিন উইকেট হারায় এমআই। ঈশান কিষাণ ১৩, নমন ধীর ও রোহিত শর্মা ১১ রান করেন। এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামা সূর্যকুমার যাদব বিস্ফোরক পারফরম্যান্স করেছিলেন। ৩৫ বলে ৫৬ রান করেন তিনি। ৩০ বলে পঞ্চাশ হাঁকান। এটি তাঁর আইপিএল ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি।

   

এছাড়া টিম ডেভিড করেন ২৪ রান। মুম্বইয়ের হয়ে তিলক ৪, নেহাল ৬, পান্ডিয়া ১, জেরাল্ড ৮, পীযূষ শূন্য ও জসপ্রীত ১ রান করেন। ১৮.৫ ওভারে ১৪৫ রান করে অলআউট হয়ে যায় মুম্বইয়ের দল।
১৯তম ওভারে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। টিম ডেভিড, পীযূষ চাওলা ও জেরাল্ড কোয়েটজিকে আউট করেন তিনি। এই ম্যাচে চার উইকেট নিয়েছেন স্টার্ক। এছাড়া বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বেশি কিছুটা বেগ পেয়েছিল। ৫৭ রানে ৫ উইকেট হারায় কলকাতা । ফিল সল্ট ৫, রঘুবংশী ১৩, শ্রেয়স আইয়ার ছয়, সুনীল নারিন ৮ এবং রিঙ্কু সিং ৯ রান করেন। এরপর মণীশ পাণ্ডে ও ভেঙ্কটেশ আইয়ার দায়িত্ব নিয়ে দলের রানের চাকা ঘোরানো । দুজনে ষষ্ঠ উইকেটে ৬২ বলে ৮৩ রানের জুটি গড়েন। ৪২ রান করে আউট হন মণীশ।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular