কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে বড় কথা বলেছেন। স্টার্ক বলেছেন, এই নিয়ম বোলারদের পরিসংখ্যানে প্রভাব ফেলছে।
চলতি আইপিএলে মিশ্র পারফরম্যান্স করেছেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ক। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত তাঁকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে। তিনবার এমন হয়েছে যখন স্টার্ক ৫০ বা তার বেশি রান খরচ করেছেন। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর ও মুম্বইয়ের মধ্যকার ম্যাচে স্টার্ক ৩৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২৪ রানে ম্যাচ জিতে নেয় কেকেআর। এই জয়ের ফলে কেকেআর ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্য দিকে আইপিএল ২০২৪-এ মুম্বই দলের যাত্রা প্রায় শেষ।
স্টার্ক বলেছেন, ‘বোলারদের খারাপ ফিগারের পেছনে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। এই নিয়ম বদলে দিয়েছে পরিস্থিতি, যার কারণে ব্যাটিং অর্ডার বড় হয়ে গেছে এবং আরও রান হচ্ছে। পিচ ও মাঠের প্রকৃতির ওপরও এর প্রভাব পড়ে।’
আইপিএল ২০২৪ মরশুম শুরু হওয়া আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধান থাকলেও ওয়ার্কলোড নিয়ে চিন্তিত নন স্টার্ক। আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলে আছেন স্টার্ক।
তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট টেস্টের মতো কঠিন নয়। শারীরিকভাবে এটা কোনো সমস্যা নয় এবং বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে খেলতে পারাটা দারুণ ব্যাপার। বিশ্বকাপে যাওয়ার আগে শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। এই টুর্নামেন্টে অনেক খেলোয়াড় আছে যাদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে যদি ইমপ্যাক্ট প্লেয়ারের শাসন না থাকে, তাহলে স্কোরে তার কী প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় এর একটা প্রভাব পড়বে।’