IPL 2024: রবিবার একানায় কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৩৫ রানের বড় স্কোর করে কেকেআর। জবাবে মাত্র ১৩৭ রান করেই গুটিয়ে যায় লখনউয়ের দল। ৯৮ রানের বড় জয়ের পর লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে কেকেআর। ১১ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। দলের নেট রান রেট +১.৪৫৩। কেকেআরের কাছে হেরে পঞ্চম স্থানে রয়েছে লখনউয়ের দল। এলএসজির পয়েন্ট ১২। ৬ ম্যাচে জিতলেও হারের পর নেট রান রেট চলে গেছে মাইনাসে। লখনউয়ের দলের নেট রান রেট -০.৩৭১।
কেকেআরের এই জয়ে আরসিবি, পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স আরও চাপে পড়েছে। প্লে অফ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে এই চার দল। মুম্বই ইন্ডিয়ান্স প্রায় ছিটকেই গিয়েছে । তাদের ঝুলিতে আছে মাত্র ৬ পয়েন্ট। এবার সর্বোচ্চ ১২ পয়েন্ট পেতে পারেন তারা । যেখানে সিএসকে, এসআরএইচ এবং এলএসজি ইতিমধ্যেই ১২ পয়েন্টে রয়েছে। ১৬ পয়েন্ট পেতে হলে এখন দুই ম্যাচ জিততেই হবে দলগুলোকে।
আরসিবি, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্সের ৮ পয়েন্ট এবং তিনটি দলই সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে। এমন পরিস্থিতিতে এই দলগুলির প্লে অফের দৌড় শেষ হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি কোনো দল।