HomeSports NewsKolkata Football: চমকে দিতে পারে তিন প্রধানের বাজেট

Kolkata Football: চমকে দিতে পারে তিন প্রধানের বাজেট

- Advertisement -

Kolkata Football: কলকাতা তিন প্রধান ফের একসঙ্গে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর মহামেডান স্পোর্টিং ক্লাবও এবার খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। দল আপগ্রেড করতে হবে। বাড়াতে হবে বাজেট। থাকবে চমক।

   

আই লিগে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে মহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন টুর্নামেন্টে খেলতে নামার আগে দল আপগ্রেড করতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন সাদা কালো শিবিরের কর্তারা। ট্রফি জয় করার পরেই আভাস মিলেছেন, আসন্ন মরসুমে এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে মহামেডান স্পোর্টিং ক্লাবের বাজেট। বাজেট ঠিক কতটা হতে পারে সে ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে বাজেট যে ভালো রকম থাকবে সেটা ময়দানের অনেকেই মনে করছেন।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে মনে করা হচ্ছে, শুধুমাত্র খেলতে হবে বলেই খেলবো, এই মানসিকতা নিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব দল গড়বে না। ক্লাব দল গড়বে আইএসএল-এ ভালো কিছু করে দেখানোর মানসিকতা নিয়েই। পুরনো কিছু ফুটবলারকে ধরে রেখে দল সাজানো হতে পারে। নেওয়া হবে একাধিক নতুন ফুটবলার। এই কাজে অর্থ বল ভালো প্রয়োজন। ক্লাব কর্তারা সেই ব্যবস্থা করছেন বলেই জানা যাচ্ছে।

বাজেট বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল। আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে দল। দেশের সম্মান জড়িয়ে থাকবে ইস্টবেঙ্গলের সঙ্গে। ইন্ডিয়ান সুপার লিগেও পারফরম্যান্স আরও ভালো করতে মরীয়া ইস্টবেঙ্গল। সব মিলিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেটেও বড় লাফ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাকি রইল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুন ব্রিগেড ট্রান্সফার মার্কেটে চমক দেওয়ার জন্য পরিচিত। নতুন সিজনে নতুন বিদেশি আসতে পারে ক্লাবে। সেই সঙ্গে নতুন ভারতীয় মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কলকাতা ময়দানের তিন প্রধানের বাজেট ক্রমে হয়ে উঠতে পারে আলোচনার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular