কলকাতা ফুটবল লীগ জয়ী বাঙালি ফুটবলারকে লুফে নিল আই লীগের ক্লাব

দল বদলের বাজারের শেষ লগ্নের প্রস্তুতি চলছে সব দলে। ট্রান্সফার উইন্ডোতে কিছুটা দেরিতে সক্রিয় হয়েছিল I League-এর ক্লাব Neroca ফুটবল ক্লাব। শেষ বেলায় ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে তারা।

Safiul Rahaman

দল বদলের বাজারের শেষ লগ্নের প্রস্তুতি চলছে সব দলে। ট্রান্সফার উইন্ডোতে কিছুটা দেরিতে সক্রিয় হয়েছিল I League-এর ক্লাব Neroca ফুটবল ক্লাব। শেষ বেলায় ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে তারা। ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে একের পর এক সই সংবাদ।

সোশ্যাল মিডিয়ায় Neroca ফুটবল ক্লাব জানিয়েছে সফিউল রহমানকে (Safiul Rahaman) দলে নেওয়ার কথা। সফিউল কলকাতার ছেলে, ময়দান চেনেন হাতের তালুর মতো। ধারাবাহিকভাবে খেলেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। কলকাতার অন্যতম প্রধান এই ক্লাবের উত্থানের পিছনে সফিউলের অবদান রয়েছে। আসন্ন নতুন মরসুমের জন্য তাকে দলে নিশ্চিত করেছে Neroca ফুটবল ক্লাব।

সফিউল রহমানকে দলে নেওয়া প্রসঙ্গে Neroca এফসি জানিয়েছে, “অত্যন্ত অভিজ্ঞ রাইট ব্যাক সফিউল রহমান। তাকে দলের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। ফুটবলের প্রতি ওর প্যাশন এবং ডেডিকেশনের কথা কারও অজানা নয়। সফিউলের অভিজ্ঞতা আমাদের দলের জন্য সম্পদ।”

কলকাতার একাধিক ক্লাবের হয়ে খেলেছেন সফিউল রহমান। তবে সবথেকে বেশি সাফল্য পেয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। সাদা কালো জার্সি পরে কলকাতা ফুটবল লীগ জিতেছিলেন ২০২১ সালে। আই লীগের দ্বিতীয় ডিভিশন থেকে আই লীগের প্রিমিয়ার ডিভিশনে ক্লাবের উত্থান, এই পুরো যাত্রা পথে মহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সদস্য ছিলেন তিনি। ক্লাবের হয়ে I League সেকেন্ড ডিভিশন এবং I League টপ ডিভিশনের বেশ কিছু ম্যাচ খেলেছিলেন এই রাইট ব্যাক।