ফের রবিনহোর দিকে নজর কলকাতার এক প্রধানের

এবারের আইএসএলের অন্তিম পর্যায় থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ক্লাব। পিছিয়ে থাকেনি ময়দানে দুই প্রধান। নয়া ফুটবলারদের পাশাপাশি টুর্নামেন্টে বেশ কিছু ফুটবলারদের…

Kolkata Football Club Eyeing Robinho Again for a Potential Comeback

এবারের আইএসএলের অন্তিম পর্যায় থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ক্লাব। পিছিয়ে থাকেনি ময়দানে দুই প্রধান। নয়া ফুটবলারদের পাশাপাশি টুর্নামেন্টে বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে।

   

আগামী দুইটি মরশুমের জন্য কলকাতায় আসতে চলেছেন তিনি। ‌পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের নামও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। তবে ক্লাবের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না করা হলেও মনে করা হচ্ছে সপ্তাহ কয়েক পরেই নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে লাল-হলুদ ব্রিগেড।

সেই মর্মেই একটা সময় উঠে আসতে শুরু করেছে রবসন‌ অ্যাসিভেডো দ্যা সিলভার নাম। ফুটবলের দুনিয়ায় যিনি রবিনহো নামেই অধিক পরিচিত। এই মরশুমে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এই বিদেশি তারকা। মোট ১১ টি ম্যাচ খেলে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। তবে শুধু বাংলাদেশের লিগ নয়। এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও যথেষ্ট নজর কেড়েছেন তিনি। সেই টুর্নামেন্টে দুইটি গোলও রয়েছে তার ঝুলিতে। এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গেই নাকি বহুদিন ধরেই কথাবার্তা চালাতে শুরু করেছিল ভারতের বেশ কিছু ফুটবল ক্লাব।

একটা সময় তাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। যদিও পরবর্তীতে ভেস্তে যায় সমস্ত কিছু। কিন্তু এবার ফের নতুন করে উঠে এল রবিনহোর নাম। যতদূর খবর, কলকাতা ময়দানের তিন প্রধানের মধ্যেই এক প্রধানের তরফ থেকে নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে এই বিদেশি ফুটবলারের কাছে। সে কথাবার্তা নাকি অনেকটাই ইতিবাচক। শেষ পর্যন্ত, তিনি ভারতে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না।