বহু আলোচনার অবসান ঘটিয়ে আগামী ১০ই মার্চ কলকাতা ডার্বির (Kolkata Derby) দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। যেখানে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে লাল-হলুদের হোম ম্যাচ হতে চলেছে এটি। গত কয়েকদিন ধরে এই ম্যাচ আয়োজন ঘিরেই দেখা দিয়েছিল যাবতীয় বিতর্ক।
আসলে আগামী রবিবার সমাবেশের আয়োজন করা হয়েছে একটি রাজনৈতিক দলের তরফ থেকে। যারফলে, এই হাইভোল্টেজ ম্যাচ এর জন্য প্রশাসনিক সাহায্য পাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। তাই একটা সময় দিন বদলের পাশাপাশি ভেন্যু বদলের কথা শোনা গেলেও পরবর্তীতে তা আর বদল করা হয়নি। গতকাল বিকেলের দিকে চূড়ান্ত হয়ে গিয়েছে ম্যাচের সমস্ত কিছু। কিন্তু টিকিটের তালিকা প্রকাশ হতেই দেখা দেয় যাবতীয় বিতর্ক।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে অনলাইন টিকিট ছাড়ার কথা থাকলেও বিবিধ কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই কিছুটা বিকেলের দিকেই ছাড়া হয় ডার্বি ম্যাচের অনলাইন টিকিট। কিন্তু টিকিটের দাম সামনে আসতেই কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যায় সবুজ-মেরুন সমর্থকদের। আসলে বাগান সমর্থকদের প্রত্যেকটি স্ট্যান্ডের টিকিটের মূল্য চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই বেশি।
হ্যাঁ ঠিকই শুনছেন। লোয়ার টায়ার থেকে শুরু করে মিডিল হোক কিংবা আপার সব ক্ষেত্রেই বেশ কিছুটা মূল্য বাড়ানো হয়েছে। ১০০ টাকা থেকে লাল-হলুদ গ্যালারির টিকিট শুরু হলেও সবুজ-মেরুনের ক্ষেত্রে তা ২৫০ টাকা। এছাড়াও হোম ম্যাচ থাকার সুবাদে ১০০০ টাকায় মশাল ব্রিগেডের ভিআইপি টিকিট মিললেও মোহনবাগানের ক্ষেত্রে তা ১৫০০ টাকার কাছাকাছি।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কলকাতা ডার্বির ইতিহাসে এটাই হয়তো প্রথমবার। যেখানে টিকিট ক্রয়ের ক্ষেত্রে দুই প্রধানের মধ্যে দেখা দিয়েছে যাবতীয় বিতর্ক। তবে এমন সিদ্ধান্ত খুব একটা ভালো ভাবে যে নেবেন না আপামর মোহনবাগান জনতা তা কিন্তু বলাই চলে।