দিন তিনেকের অপেক্ষা। তারপরেই অনুষ্ঠিত হবে কলকাতা ফুটবল লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ (Kolkata Derby)। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানের অন্যতম দুই শক্তিশালী ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এখন সেই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারাসত স্টেডিয়ামে সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। নানাবিধ সমস্যার দরুন বদল করা হয়েছে ম্যাচের ভেন্যু। সেই অনুযায়ী আগামী ১৯ শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ।
এক্ষেত্রে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচ। সেদিকেই নজর রয়েছে উভয় দলের সকল সমর্থকদের। তবে প্রিমিয়ার ডিভিশন লিগের এই নয়া মরসুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত খুব একটা ভালো ছন্দে আসতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে জয় আসলেও পরবর্তী দুই ম্যাচে কার্যত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল বিনো জর্জের ছেলেদের। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবুও পরবর্তী ম্যাচ থেকে যে দল ঘুরে দাঁড়াবে সেই আশা নিয়েই মাঠে হাজির হতে দেখা গিয়েছিল সমর্থকদের।
কিন্তু এবার ফের ধাক্কা খেয়েছে মশাল ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার বিকেলে কলকাতা লিগের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল বিনোর ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মামনী পাঠচক্রের বিরুদ্ধে সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাঠচক্র। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোল করে দলকে জয় এনে দেন অর্নব দাস। ইস্টবেঙ্গলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে সকল সমর্থকদের। গত সিজন পর্যন্ত অনবদ্য ফুটবল প্রদর্শন করলেও এবার প্রথম থেকেই সকলকে হতাশ করে চলেছে ছোটরা।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ডার্বি ম্যাচ। লড়াইটা যে সহজ নয় সেটা ভালো মতোই বুঝতে পারছেন সকলে। অন্যদিকে, লিগের প্রথম ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও পরবর্তী ম্যাচ থেকে ছন্দে ফিরেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা। তবে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও এখন ডার্বি জয় করে সমর্থকদের খুশি করাই অন্যতম লক্ষ্য বাগান ফুটবলারদের।