Kolkata Derby: ইস্টবেঙ্গল-মোহনবাগান মহারণ ইস্যুতে চাঞ্চল্যকর পোস্ট

kiyan_ATK_Mohun_Bagan

২০২২-২৩ ফুটবল মরসুমে ২৮ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনেরর সবুজ গালিচা জুড়ে ‘হাইভোল্টেজ ডার্বি’ ম্যাচের (Kolkata Derby) তপ্ত শিখা জ্বলে উঠবে। ১৩১ তম ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গল ATK মোহনবাগান বিরুদ্ধে।

বিগত ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। তাই মহাডার্বি ম্যাচ টেম্পারমেন্টের দিক থেকে এগিয়ে রয়েছে হুয়ান ফেরান্দো ব্রিগেড। শুক্রবার ATK মোহনবাগান আসন্ন ডার্বি ম্যাচ নিয়ে টুইট পোস্ট করেছে,”পরবর্তীতে, কলকাতা ডার্বি 💥

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon” স্বভাবতই এই টুইট পোস্ট ঘিরে মহাডার্বি ম্যাচের উত্তাপ আরও বেড়ে গিয়েছে।

Advertisements

শুক্রবার ডার্বি ম্যাচ ঘিরে সবুজ মেরুন ব্রিগেড যে টুইট পোস্ট করেছে তার গ্রাফিক্স ফটো ফ্রেমে গত ISL’র ফিরতি বড়ো ম্যাচের ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরিকে পোস্টার বয় করা হয়েছে। ডার্বি ম্যাচের টিকিট নিয়ে হাহাকার এখন তুঙ্গে। কোভিড-১৯ অতিমারির জেরে দু’বছর পর কলকাতাতে ফিরতে চলেছে ‘হাই প্রেসার গেম’। আর তাই এই বড়ো ম্যাচের টিকিট পাওয়া নিয়ে ইস্ট-মোহন দুই দলের সমর্থকদের মধ্যে ‘জোশ’ সপ্তমে।