Home Sports News Kolkata Derby: তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান বাগান কোচ

Kolkata Derby: তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান বাগান কোচ

Kolkata Derby, Mohun Bagan, Antonio Lopez Habas

অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে আইএসএলের প্রথম লেগের ডার্বি (Kolkata Derby)। সেখানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একাধিকবার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সমতায় ফিরেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী ছিল বাংলার ফুটবলপ্রেমী মানুষ।

Advertisements

কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়াই খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি কারুর পক্ষে। তবে এবার পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের। সেইমতো গত কয়েকদিন ধরে অনুশীলন করিয়েছেন গোটা দলকে। ‌ অজি ফুটবলার জেসন কামিন্স হোক কিংবা দিমিত্রি পেত্রাতোস সকলেই মুখিয়ে আছেন এই ম্যাচের জন্য।

   

ডার্বিতে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাগানের হেডস্যার বলেন, আলাদা করে এই ম্যাচের জন্য কোনো রকমের বাড়তি আত্মবিশ্বাস নয়। বরং তিন পয়েন্ট ঘরে তোলার জন্য অল আউট ঝাঁপাতে চান তিনি। কারন অন্যান্য ম্যাচ গুলির মতো এটিও সমান গুরুত্বপূর্ণ বাগান‌ কোচের কাছে। তাই আলাদা করে কোনো রকমের আবেগ দিয়ে কোনো কিছু ভাবতে নারাজ হাবাস‌।

তবে তিন পয়েন্ট ঘরে আনাই অন্যতম উদ্দেশ্য। আসলে এই জিততে পারলেই টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে আসবে তার দল। তবে বর্তমানে সুপার সিক্সে নিজেদের কোয়ালিফাই করার জন্য ইমামি ইস্টবেঙ্গল দল যে ব্যাপক লড়াই করছে সে কথাও বলেন তিনি।

পাশাপাশি দীপক টাংড়ি এবং সুমিত রাঠিকে বাদ দিয়ে মোটামুটি সকলেই যে সুস্থ রয়েছেন সেকথাও তুলে ধরেন। তাই ম্যাচের জন্য পূর্ব নির্ধারিত কোনো প্রথম একাদশ তার কাছে প্রযোজ্য নয়। পরিস্থিতির ভিত্তিতে দলের প্রয়োজন বুঝে নিজের দলের ফুটবলারদের ব্যবহার করার পরিকল্পনা থাকবে সবুজ-মেরুনের হেড স্যারের।

Advertisements